কাশিয়ানীতে সীসা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ৩৭ বার পড়া হয়েছে
পরিবেশ দূষণ রোদে বিষাক্ত সীসা কারখানা বন্ধের দাবিতে গোপালগঞ্জের কাশিয়ানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসি।গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া ও খাগড়াবাড়িয়ার কুমার নদের পাড়ে অবস্থিত এমএস মেটাল সিসা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। গতকাল রোববার উপজেলা শহীদমীনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এলাকাবাসী ব্যানার ও ফেস্টুনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন ঐ অঞ্চলের শতশত সাধারণ জনগণ সহ স্কুল কলেজের শিক্ষার্থীরা,মানববন্ধনে মফিজুর রহমান আপন সহ অন্য সকল বক্তারা বলেন,এর আগে বেসরকারি বিভিন্ন মিডিয়াতে এ সীসা কারখানা নিয়ে একাধিক খবর প্রকাশ হয়েছে।এর প্রতিকার পেতে আমরা এলাকাবাসি আজ মানববন্ধনে অংশ নিয়েছি।বক্তারা আরো বলেন কারখানায় ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করা হচ্ছে।কারখানার কারণে ব্যাটারির অ্যাসিডের প্রকট গন্ধে স্থানীয় লোকজন অতিষ্ঠ।কারখানা থেকে নির্গত ক্ষতিকর ও বিষাক্ত রাসায়নিক পদার্থ পরিবেশ
,কৃষি ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে।ফলে ওই সিসা তৈরির কারখানার আশপাশের তিন কিলোমিটারের মধ্যে জমির ধান চিটা হয়ে যাচ্ছে,গাছ মারা যাচ্ছে,শিশু ও বৃদ্ধদের শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দিচ্ছে।বক্তাদের অভিযোগ গত কয়েক মাস ধরে এই কার্যক্রম চলছে।এ বিষয়ে কাশিয়ানী উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা,গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পরিবেশ অধিদপ্তর বরাবর অভিযোগ করে স্মরকলিপি প্রদান এবং দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্হা নিতে সে সাথে সিসা তৈরির এই কারখানা বন্ধের দাবি জানান তারা।মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ও গ্রামের বাসিন্দরা বলেন,বিষাক্ত সিসা তৈরির কারখানা বন্ধের জন্য সিসা তৈরির কারখানা মালিক শরিফুল ইসলাম দূর্জয়কে অনুরোধ করলে তিনি আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়েছেন।তিনি বলেছেন,গ্রামের মানুষের ক্ষতি হলে তার কিছু যায় আসে না।রাসেল,আরিফ,সাগর,নামে কয়েকজন বাসিন্দা বলেন,ব্যাটারি থেকে সিসা তৈরির কারখানার বিষাক্ত ধোঁয়ায় গবাদি পশু ও মানবদেহে ক্ষতিকর প্রভাব পড়ছে।সেই সঙ্গে জমির ধানসহ বিভিন্ন জাতের ফল নষ্ট হয়ে যাচ্ছে।সিসা তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান তারা।



















