সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জে মাদক সেবনে বাঁধা দেওয়ায় বাড়িঘর ভাংচুর ও মারপিট করেছেন

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০২:৫৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে মাদক সেবনে বাঁধা দেওয়ায় বাড়িঘরে ভাংচুর ও হামলায় নারী সহ দুই জন আহত ।কিশোরগঞ্জ সদরে কাটাবাড়িয়া এলাকার ডাওকিয়া গ্রামের ঘটেছে এ ঘটনা। মঙ্গলবার ৮টার দিকে শরীফ মিয়ার বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে শরীফ মিয়া ও তার পরিবারে উপর একই এলাকার নজরুল মিয়ার ছেলে আজিজুল ও তার ভাই সহ আরও ১৫/২০ জন মিলে হামলা চালায়।এতে শরীফ মিয়া তার এক মেয়ে আহত হয়। এ ব্যাপারে
হাসপাতালে ভর্তি থাকা শরীফ মিয়া বলেন মঙ্গলবার রাতে আজিজুলের নেতৃত্বে পনের থেকে ২০ জন লোক আমার বাড়িতে প্রবেশ করে অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকেলে আমি এগিয়ে এসে থামানোর চেষ্টা করলে আমাকে ও আমার এক মেয়েকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে।
আহত শরীফ মিয়ার স্ত্রী রহিমা খাতুন বলেন, আজিজুল তার হাতে থাকা রাম দা দিয়ে আমার স্বামীর মাথার মাঝখানে কুপ দেয়, তার সাথে আসা অন্য লোকজন এসময় পেছন থেকে তার উপর দেশীয় অস্ত্র, রামদা, হাতুড়ি, চাপাতি লোহার রড দিয়ে কুপিয়ে আহত করে।তিনি আরো জানান আসামীরা এলাকায় মাদক সেবনসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ড করে বেড়াতো।তারা স্মামী তাদের এসব কর্মকান্ডের প্রতিবাদ করে আসছিলেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে তার স্বামীকে হত্যার উদ্দেশ্য হামলা চালায় বলে তিনি জানান ।
শরীফ মিয়ার ছেলে বিল্লাল মিয়া বলেন, আমার বাবা কিছুদিন আগে মাদক সেবনে এলাকায় বাঁধা দেওয়ায় একটি অজুহাত দেখিয়ে এই ঘটনা ঘটিয়েছে। আজিজুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারী। ঘটনার সময় আমি ভয়ে খাটের নিচে লুকিয়ে ছিলাম আর না হয় তারা আমাকে মেরে ফেলতো।এ ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছি ।
এ-ব্যাপারে পাশের বাড়ির তাসলিমা ও আমেনা খাতুন বলেন বাড়িঘর ভাংচুর ও মারামারির শব্দ শুনে আমরা এসে দেখি ১৫ থেকে বিশজন মানুষ বাড়িঘর ভাংচুর করছে এবং শরীফ মিয়া নিচে পড়ে আছে। কয়েকজন পিটাচ্ছে আর কিছু মানুষ বাড়িঘর ভাংচুর করছে। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন অভিযোগ পাইলে আইনের ব্যবস্থা নেয়া হবে।