সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ পৌরসভার বাজেট ঘোষনা
কিশোরগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ২২৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ পৌরসভায় ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে ঘোষণা ৬৮ কোটি ৯২ লাখ ১৭ হাজার টাকা বাজেট ঘোষণা করে ধরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেট উপস্থাপন করেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম মাস্তান।
এসময় পৌর প্রশাসক মমতাজ বেগমসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বে থাকা প্রশাসকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এবছর রাজস্ব হিসাব, পানি সরবরাহ শাখা, উন্নয়ন হিসাবের আয়, প্রকল্প হিসাব, মূলধন হিসাবের আয় থেকে ৬৮ কোটি ৯২ লাখ ১৭ হাজার ৩৬২ টাকার বাজেট পেশ করা হয়। এতে ব্যয় ধরা হয়েছে ৬৫ কোটি ৭০ লাখ ৯৪ হাজার ২৮৪ টাকা।প্রশাসক মমতাজ বেগম জনান, এই বছর বাজেটে রাস্তাঘাট উন্নয়ন, ময়লা আবর্জনা ও ডেঙ্গু প্রতিরোধের উপর জোর দেওয়া হয়েছে।


















