কুড়িগ্রামের রৌমারীতে মুখোমুখি সাবেক ও বতর্মান এমপি

- আপডেট সময় : ১১:৪৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪ ২১৬ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর মত আমাকেও স্বপরিবারে হত্যার পরিকল্পনা করছে, বর্তমান সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশ।
২০১০ সালে নেপথ্যে থেকে মুক্তিযোদ্ধার সন্তান বন্দবেড় ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েলকে হত্যা করা হয়েছে। মামলা এখনো বিচারাধীন। সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো সরেজমিনে কাজ করলে এ মামলার আসল রহস্য বের হয়ে আসবে। একই ভাবে আমাকেও হত্যার নীল নকঁশা আঁকা হয়েছে।
শনিবার দুপুরে রৌমারী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দলীয় কার্যালয়ে সাবেক প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকির হোসেন তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাকির হোসেন বলেন, ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য কতিপয় জনবিচ্ছিন্ন নেতা যারা দলের সুবিধা নেয় কিন্তু দলের কাজ করে না। সব সময় দলীয় নেতা, কর্মীর সাথে অশোভন আচরণ, দুর্নীতি, লুটপাট, ও রিলিফের চাল বিক্রি করা, যতো রকমের সরকারি সুবিধার জন্য নেতাকর্মীদের টাকা মারা, দলীয় দাপটের মাধ্যমে ঠিকাদারী করা।
সবচেয়ে নিন্মমানের কাজ করা, মাদক ব্যবসা করা, ধাপ্পাবাজী করা এমনকি পায়খানা দিয়েও টাকা হাতিয়ে নিচ্ছে ভুমিদস্যু কিছু সন্ত্রাসী নামধারী নেতা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পর্কে মিথ্যা, অসত্য, ভিত্তিহীন ষড়যন্ত্রমূলকভাবে সংবাদ প্রচার করে দল ও সরকারের ভামূর্তি চরমভাবে ক্ষুন্ন করেছে।
আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সাংবাদিকদের মাধ্যমে মননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি। এই মিথ্যা, অসত্য তথ্য প্রচার করে দল ও সরকারের ভাবমূর্তি যারা ক্ষুন্ন করছে, তাদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রৌমারী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক আবু হোরায়রা, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ খোকা, সম্পাদক মন্ডলীর সদস্য নুরুল আমিন, দপ্তর সম্পাদক রমেস চন্দ্র সাহা (চন্দন), আইন বিষয়ক সম্পাদক নার্গিস বেগম,
রৌমারী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল করিম, শৌলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক নুর আলম, দাঁতভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আশরাফুল ইসলাম লাল মিয়া, চরশৌলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ মঞ্জুসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মী।
অপরদিকে বতর্মান এমপি বিপ্লব হাসান পলাশের সমর্থনে রৌমারী উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও সমাবেশ করা হয়। এসময় বর্তমান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি রেজাউল ইসলাম মিনু, সহ সভাপতি রফিকুল ইসলাম শাহিন, যুগ্ম সম্পাদক শাহ নেওয়াজ তুহিন, সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ প্রমূখ।
মানববন্ধন শেষে একটি মিছিল বের করলে পুলিশি বাধার মুখে পরে। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহিল জামান জানান, সাবেক ও বতর্মান এমপি সমর্থীত দুটি কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোন আশঙ্কা নেই। পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। এব্যাপারে জানতে বতর্মান এমপি বিপ্লব হাসান পলাশের মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নাই।