কুড়িগ্রামে জেলা বিএনপি’র জনসমাবেশ
- আপডেট সময় : ৯০ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে জেলা বিএনপির উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা,অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাএাপথে উওরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবীতে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।
জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি সাইফুর রহমান রানা, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ, জেলা বিএনপির যুগ্নআহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব সহ জেলা,উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন শেখ হাসিনা এদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে এই দেশের সবকিছু খেয়ে ফেলেছেন এদেশের ব্যাংক খাইছেন বিমা খাইছেন শেয়ার বাজার খাইছেন এদেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছেন । তিনি অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন ভোটের জন্য ১৭ বছর আন্দোলন করেছি আপনাদের চিরস্থায়ী ক্ষমতার জন্য নয় ,দ্রুত নির্বাচন দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন ।




















