কুড়িগ্রামে ট্রাই ফাউন্ডেশনের সহায়তা

- আপডেট সময় : ০৩:১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
ঈদের খুশি ভাগাভাগি করে নিতে কুড়িগ্রামে কর্মহীন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে এ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার মাহাফুজ টিউটর, সাংস্কৃতিক সংগঠক দুলালবোস, টেলিভিশন সাংবাদিক ফোরারের সদস্য সচিব আশরাফুল হক রুবেল, সাংবাদিক শ্যামল ভৌমিক, ওয়াহেদুজ্জামন তুহিন প্রমূখ।
এসময় কুড়িগ্রাম পৌর এলাকার বিভিন্ন বস্তি ও চরাঞ্চলের ২ শতাধিক পরিবারের মাঝে ৫ কেজি করে চাল, ১ কেজি মশুর ডাল, ২ কেজি আলু, ১কেজি লবণ, ১ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি ও গুড়ো দুধ ১ প্যাকেট বিতরণ করা হয়।
উপস্থিত সুধীজন ট্রাই ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, ট্রাই ফাউন্ডেশন শীত, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও ঈদের সময় দীর্ঘদিন ধরে সহায়তা করে আসছে। তারা আরো বলেন, সরকারের পাশাপাশি ট্রাই ফাউন্ডেশনের মতো অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে আসলে দরিদ্র ও কর্মহীন মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হবে। সকলেই ঈদের খুশী ভাগাভাগি করে নিতে পারবে।