কুড়িগ্রামে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

- আপডেট সময় : ০১:০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
নতুন বাংলাদেশ গড়ার লক্ষে কুড়িগ্রামে তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় গোল্ডকাপ আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা অনূর্ধ-১৭ এর ফাইনাল খেলা শেষে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়েছে। গত শনিবার বিকেলে কুড়িগ্রাম স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার ৯ উপজেলার বালক এবং বালিকাদের মোট ১৮ টি দল অংশ নেয়। ফাইনাল খেলায় কুড়িগ্রাম সদর উপজেলা বালক দল ২-০ গোলে ফুলবাড়ী উপজেলা বালক দলকে এবং রাজাহাট উপজেলা বালিকা দল ২-০ গোলে চিলমারী উপজেলা বালিকা দলকে পরাজিত করে চাম্পিয়ন হয় ।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মাহাফুজুর রহমান ডেপুটি সিভিল সার্জন আ-ন-ম গোলাম মোহাইসেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান প্রমুখ।