কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন
																
								
							
                                - আপডেট সময় : ১১৫ বার পড়া হয়েছে
 
কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে । দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে । গত বুধবার সকালে জেলা প্রশাসকের চত্বর থেকে একটি র্যালি শহর প্রদোক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট বিএম কুদরত ইখুদা, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন , সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মাসুদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, জেলা তথ্য অফিসার শাহাজাহান আলী, ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক রনি ইসলাম, সাংবাদিক সাইয়েদ বাবু প্রমুখ।
এ সময় প্লাস্টিক দূষণ আর নয় ,বন্ধ করার এখনি সময় এ প্রতিপাদ্যে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক। পরে পরিবেশ নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন পর্যায়ের সরকারী বেসরকারি কর্মকর্তা পরিবেশ নিয়ে কাজকরা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ।
																			
















