সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে নৈতিক সমাজ এর সমাবেশ অনুষ্ঠিত

শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম প্রতিনিধি
- আপডেট সময় : ১২:৫৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে
বিচার ও সংস্কার বাস্তবায়ন নিশ্চিতকরণ গণপরিষদ নির্বাচনের দাবীতে কুড়িগ্রামে নৈতি ক সমাজ এর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । বুধবার বিকেলে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৈতিক সমাজ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাবেক মেজর জেনারেল ও রাষ্ট্রদূত আমসা আ আমিন ।
মাওলানা ফখরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাগেশ্বরী উপজেলার সাবেক চেয়ারম্যান খন্দকার মহিবুল ইসলাম খোকন, নৈতিক সমাজের জেলা কমিটির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, জেলা নেতা আশরাফ আলী, মাজেদ আলী,এ্যাডভোকেট লিয়াকত আলী প্রমুখ । বক্তারা অপরাধ ,দূর্নীতি ও সংঘাত মুক্ত রাজনীতি বাস্তবায়নের দাবীর পাশাপাশি সকল বিভাগে প্রাদেশিক রাজ্য স্থাপনের দাবী করেন ।