কুড়িগ্রামে বাল্য বিয়ে প্রতিরোধে গনসমাবেশ

- আপডেট সময় : ৪ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে নারীর অবৈতনিক মজুরীর স্বীকৃতির দাবি, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বাল্য বিয়ে বন্ধে স্থানীয় অভিভাবক ও নীতি নির্ধারকদের নিয়ে গনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার দুপুরে জেলা সদরের পাঁচগাছি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির আয়োজনে এ গনসমাবেশ অনুষ্ঠিত হয়।
গনসমাবেশে আফসার আলীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সোহেলী পারভীন, সদর থানার ওসি মো.হাবিবুল্লাহ, সদর মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মিজানুর রহমান,প্রকল্প সমন্বয়কারী মো. লুৎফর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা,নারীর ক্ষমতায়নে গৃহস্থালি কাজের মূল্যায়ন এবং ,বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে সম্মিলিত ভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন ।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সোহেলী পারভীন বলেন,’নারীর ক্ষমতায়নে সকল নীতি নির্ধারকদের সম্মিলিত প্রয়াসে কাজ করতে হবে। পাশাপাশি নারীদের নিজেদের সচেতনতা এবং নীতিনির্ধারকে আরও দায়িত্বশীল হতে হবে।’
প্রকল্প সমন্বয়কারী মো. লুৎফর রহমান বলেন, ‘মানুষের জন্য ফাউন্ডেশন “ মর্যাদায় গড়ি সমতা” নামে প্রচারাভিযান পরিচালনা করছে ২০১২ থেকে। যা নারীর কাজের মূল্যায়ন ও জিডিপিতে তা যোগ করার মাধ্যমে নারীর মর্যাদা বৃদ্ধির প্রচারনা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসাবে এমজেএফ ক্রিয়া প্রকল্পের মাধ্যমে নারীর অবৈতনিক গৃহস্থালি কাজের মূল্যায়ন, স্বীকৃতি প্রদান এবং পারিবারিক সেবামূলক কার্যক্রমে নারী-পুরুষের অংশীদারিত্ব মূলক দায়িত্ব বন্ঠন কাজের উদ্যোগ গ্রহণ করেছে। নারীর এই মূল্যহীন ও অবমূল্যায়িত কাজ ছাড়া কৃষির উৎপাদন অসম্ভব ।