ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::

কুয়াকাটায় সাগরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে মিয়া সামাদ সিদ্দিকী (১৮) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। আজ বুধবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সৈকতের শূন্য পয়েন্টসংলগ্ন পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
জানা গেছে, খুলনা থেকে সাত বন্ধুর একটি দল মঙ্গলবার কুয়াকাটার উদ্দেশে রওনা দিয়ে আজ সকালে সেখানে পৌঁছায়। পরে তারা সৈকতের শূন্য পয়েন্ট এলাকার পশ্চিম পাশে গোসলে নামেন। এ সময় হঠাৎ করে সাগরে প্রবল ঢেউয়ের তোড়ে তিনজন পর্যটক গভীর পানিতে ভেসে যান। স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও সামাদ সিদ্দিকী নিখোঁজ থাকেন।
নিখোঁজ সামাদের সঙ্গীরা জানান, পানিতে নামার কিছুক্ষণের মধ্যেই স্রোতের তীব্রতা হঠাৎ বেড়ে যায়। এতে তিনজন ভেসে গেলে দুজনকে টেনে তোলা গেলেও সামাদকে আর খুঁজে পাওয়া যায়নি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের কলাপাড়া ইউনিট। ইউনিট লিডার শাহাদাত হোসেন জানান, নৌ-পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ছাড়া পটুয়াখালী থেকে বিশেষ ডুবুরি দলকেও আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, নিখোঁজ পর্যটককে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে। উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়া হবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুয়াকাটায় সাগরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

আপডেট সময় :

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে মিয়া সামাদ সিদ্দিকী (১৮) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। আজ বুধবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সৈকতের শূন্য পয়েন্টসংলগ্ন পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
জানা গেছে, খুলনা থেকে সাত বন্ধুর একটি দল মঙ্গলবার কুয়াকাটার উদ্দেশে রওনা দিয়ে আজ সকালে সেখানে পৌঁছায়। পরে তারা সৈকতের শূন্য পয়েন্ট এলাকার পশ্চিম পাশে গোসলে নামেন। এ সময় হঠাৎ করে সাগরে প্রবল ঢেউয়ের তোড়ে তিনজন পর্যটক গভীর পানিতে ভেসে যান। স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও সামাদ সিদ্দিকী নিখোঁজ থাকেন।
নিখোঁজ সামাদের সঙ্গীরা জানান, পানিতে নামার কিছুক্ষণের মধ্যেই স্রোতের তীব্রতা হঠাৎ বেড়ে যায়। এতে তিনজন ভেসে গেলে দুজনকে টেনে তোলা গেলেও সামাদকে আর খুঁজে পাওয়া যায়নি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের কলাপাড়া ইউনিট। ইউনিট লিডার শাহাদাত হোসেন জানান, নৌ-পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ছাড়া পটুয়াখালী থেকে বিশেষ ডুবুরি দলকেও আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, নিখোঁজ পর্যটককে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে। উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়া হবে বলেও তিনি জানান।