কুরআন অবমাননার প্রতিবাদ এবং শাস্তির দাবিতে নাটোরে মানববন্ধন
- আপডেট সময় : ৬৩ বার পড়া হয়েছে
কোরআন অবমাননার প্রতিবাদে এবং শাস্তির দাবিতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত।
গতকাল বিকেলে কেন্দ্রীয় মন্ত্রীদের সামনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নাটোর জেলা শাখার আয়োজনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি আরিফুল ইসলামে সভাপতিত্বে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক কুরআন অবমাননার প্রতিবাদে এবং শাস্তির দাবিতে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্র ঘোষিত সারা বাংলাদেশে একযোগে নাটোরে ও মানববন্ধনের করা হয়েছে। কর্মসূচি হিসেবে নাটোর জেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক মানববন্ধন করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার সম্মানিত সভাপতি নাটোর সদর ও নলডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী এবং সার্বিক পরিচালনায় ছিলেন জাতীয় ওলামা আইম্মা পরিষদের নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রাকিব বিন আনোয়ার হোসেন। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি ক্বারী মোকবুল হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা জিল্লুর রহমান সিদ্দিকী, নাটোর জেলা শাখার সদস্য আতাউর মাস্টার সহ আরো অনেকে মানববন্ধনে শেষে দোয়া মোনাজাত করা হয়েছে সর্বস্তরের তৌহিদি জনতা ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

















