কুষ্টিয়ায় মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষকাল উপলক্ষে সমাপনী অনুষ্ঠান
- আপডেট সময় : ৫৪ বার পড়া হয়েছে
বৈষম্যহীন সমাজ গঠনের পূর্বশর্ত নারী পুরুষের সমতা। এই স্লোগানকে সামনে রেখে, বাংলাদেশ মহিলা পরিষদ, কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে, কুষ্টিয়া শহরের কোর্টপাড়াস্থ সংগঠনের জেলা অফিসে গতকাল শনিবার বিকেল ৪ টার দিকে সাংগঠনিক পক্ষকাল- ২০২৫ উপলক্ষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সভায় সংগঠনের কুষ্টিয়া জেলা কমিটির সহ-সভাপতি এ্যাড. সুলতানা বেগম মমোর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রোগ্রাম অফিসার ইমরান হাসান (ওসিসি), সংগঠনের সাধারণ সম্পাদক তসলিমা খানম, লিগ্যাল এইড সম্পাদক নিলুফা বেগম রীনা, সাংগঠনিক সম্পাদক নুর জাহান বেগম, আন্দোলন সম্পাদক নাজমা আক্তার, প্রশিক্ষণ সম্পাদক সাইদা হকসহ আরও অনেকে। এ সময় সভায় বিভিন্ন পাড়া ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংগঠনিক পক্ষকাল উপলক্ষে জেলা কমিটি, সাংগঠনিক মাসের উদ্বোধন, সদস্য সংগ্রহ ও নবায়ন, কর্মী সভা, উঠান বৈঠক, মতবিনিময় সভা ও উদ্বুদ্ধকরণ সভা বিভিন্ন এলাকায় পালন করা হয়েছে। সেই বিষয় নিয়ে আলোচনা করণ।
সভায় বক্তারা বলেন, নারীদের অবস্থানের নানা ইতিবাচক পরিবর্তনের পরও দেখা যায়, বাংলাদেশে নারীদের জীবনে মৌলিক পরিবর্তন এখনো ঘটেনি। বর্তমানে দেশে আশংকাজনক হারে নারী ও শিশু নির্যাতন,ধর্ষন অপহরণ বেড়েই চলেছে। তারা আরও বলেন, নারীদের অধিকার নারীদেরই আদায় করে নিতে হবে।
শুধু তাই নয়,সম্পদ সম্পত্তিতে নারী পুরুষের সমতা ও নারীর মানবাধিকারের নিশ্চয়তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকরী পদক্ষেপ গ্রহনের জন্য বক্তারা উদাত্ব আহবান জানান।

















