ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo ‘দুর্গা পূজায় সৌজন্যে ইলিশ ভারতে পাঠানোর অনুমোদন’ Logo চাঁপাইনবাবগঞ্জ কারাগার থেকে ভারতীয় নাগরিক রামদেবকে স্বাদেশে প্রত্যাবাসন Logo নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের চুক্তি স্বাক্ষর Logo বিহারীবস্তিতে দুস্কৃতিকারীর হামলায় শালিসি ব্যক্তিত্ব পূর্ব আহত Logo শিবগঞ্জের দ্বিতীয় দফায় ভাঙ্গনের কবলে পদ্মা পাড়ের মানুষ, ফেলা হচ্ছে জিও ব্যাগ Logo কক্সবাজারে ইউনিয়ন হাসপাতালের সাথে ভোরের পাখি সংগঠনের স্বাস্থ্য সেবা চুক্তি Logo জকসু ও সম্পূরক বৃত্তিসহ জবি শাখা বাগছাসের ৫ দাবি Logo ইঞ্জিনিয়ার হারুন উর রশিদ গার্লস কলেজের শিক্ষার্থীদের নবীন বরন Logo জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা শাখার প্রচার মিছিল সম্পন্ন

কুষ্টিয়ার তালবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের টিকটকার প্রধান শিক্ষিকা দিলারা ইয়াসমিনের স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন

শরিফ মাহমুদ, কুষ্টিয়া
  • আপডেট সময় : ৪৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত টিকটকার প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন জোয়ার্দ্দারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তার চূড়ান্ত বরখাস্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে বিদ্যালয়ের সামনে এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন বিদ্যালয়ে যোগদানের পর থেকেই বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করার মতো গুরুতর অভিযোগ রয়েছে। এর আগেও তার বিরুদ্ধে টিকটক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগ উঠেছিল, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
উল্লেখ্য, চলতি বছরের ২২ এপ্রিল শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির মুখে এবং স্কুল ম্যানেজিং কমিটির সুপারিশের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিনকে তাৎক্ষণিকভাবে সাময়িকভাবে বরখাস্ত করেন। কিন্তু সম্প্রতি তিনি তার বরখাস্তের আদেশকে বিধিবহির্ভূত ও ব্যক্তিগত আক্রোশমূলক বলে দাবি করে পাল্টা অভিযোগ করেন। দিলারা ইয়াসমিনের ভাষ্যমতে, কতিপয় শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যরা জোরপূর্বক তার পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাময়িক বরখাস্ত হওয়াই যথেষ্ট নয়। বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে এবং অনিয়ম-দুর্নীতি রোধ করতে দিলারা ইয়াসমিনকে স্থায়ীভাবে বরখাস্ত করতে হবে। তারা অভিযোগ করেন, তিনি পুনরায় বিদ্যালয়ে স্বপদে বহাল হওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বিক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, দিলারা ইয়াসমিন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে থাকলে বিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষার মান ফিরিয়ে আনা সম্ভব নয়। চূড়ান্ত বরখাস্তের সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তাদের দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুষ্টিয়ার তালবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের টিকটকার প্রধান শিক্ষিকা দিলারা ইয়াসমিনের স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন

আপডেট সময় :

কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত টিকটকার প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন জোয়ার্দ্দারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তার চূড়ান্ত বরখাস্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে বিদ্যালয়ের সামনে এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন বিদ্যালয়ে যোগদানের পর থেকেই বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করার মতো গুরুতর অভিযোগ রয়েছে। এর আগেও তার বিরুদ্ধে টিকটক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগ উঠেছিল, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
উল্লেখ্য, চলতি বছরের ২২ এপ্রিল শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির মুখে এবং স্কুল ম্যানেজিং কমিটির সুপারিশের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিনকে তাৎক্ষণিকভাবে সাময়িকভাবে বরখাস্ত করেন। কিন্তু সম্প্রতি তিনি তার বরখাস্তের আদেশকে বিধিবহির্ভূত ও ব্যক্তিগত আক্রোশমূলক বলে দাবি করে পাল্টা অভিযোগ করেন। দিলারা ইয়াসমিনের ভাষ্যমতে, কতিপয় শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যরা জোরপূর্বক তার পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাময়িক বরখাস্ত হওয়াই যথেষ্ট নয়। বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে এবং অনিয়ম-দুর্নীতি রোধ করতে দিলারা ইয়াসমিনকে স্থায়ীভাবে বরখাস্ত করতে হবে। তারা অভিযোগ করেন, তিনি পুনরায় বিদ্যালয়ে স্বপদে বহাল হওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বিক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, দিলারা ইয়াসমিন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে থাকলে বিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষার মান ফিরিয়ে আনা সম্ভব নয়। চূড়ান্ত বরখাস্তের সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তাদের দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন।