কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের নিয়োগ কার্যক্রম সাময়িক স্থগিত
- আপডেট সময় : ১৬ বার পড়া হয়েছে
কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে ১১-২০ গ্রেডের শূন্যপদে জনবল নিয়োগের কার্যক্রম সাময়িক স্থগিত করেছে নিয়োগ কার্যক্রম সংশ্লিষ্ট কমিটি। গত রোববার (২৬ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ও নিয়োগ কমিটির সদস্যসচিব শেখ মোহাম্মদ কামাল হোসেন।তিনি বলেন, কমিটির সভার সিদ্ধান্তের তথ্য শনিবার রাতে বিজ্ঞপ্তি দিয়ে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় কার্যালয়ে নিয়োগ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে রাতেই নিয়োগ কার্যক্রম সাময়িক স্থগিতের বিজ্ঞপ্তি সিভিল সার্জনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।কুষ্টিয়ার সিভিল সার্জন ও নিয়োগ কমিটির সদস্যসচিব শেখ মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের অধীনে ১১-২০ গ্রেডের শূন্যপদে জনবল নিয়োগ কার্যক্রম সংশ্লিষ্ট নিয়োগ কমিটির ২৫ অক্টোবর অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী অনিবার্য কারণবশত সাময়িক স্থগিত করা হল। পরবর্তী কার্যক্রমের বিষয়ে যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে। এর আগে নিয়োগ পরীক্ষার অনিয়মের অভিযোগে চাকরিপ্রত্যাশীরা শনিবার সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। একপর্যায়ে সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। সাত ঘণ্টা পর সেই তালা খোলা দেখতে পাওয়া যায়। সিভিল সার্জনের কার্যালয়ের লোকজন বলছেন, কে বা কারা তালা খুলে নিয়ে গেছেন। আর আন্দোলনকারীরা বলছেন, তারা তালা খোলেননি। সিভিল সার্জনের লোকজন হয়তো তালা ভেঙেছেন। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ২০১৮ সালে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১১৫টি পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে সিভিল সার্জন কার্যালয়। সে সময় ওই নিয়োগের প্রক্রিয়া শেষ হয়নি। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। স্বাস্থ্য সহকারী পদে ৯৭ জন, পরিসংখ্যানবিদ ৩, কোল্ড চেইন টেকনিশিয়ান ১, স্টোরকিপার ৪, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ৫ ও চালক পদে ৪ জন নিয়োগ করা হবে। শুক্রবার সকাল ১০টায় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় আট হাজারের বেশি চাকরিপ্রার্থী অংশ নেন।

















