কেন্দুয়ায় তামাক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা

- আপডেট সময় : ০৩:১৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে
তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ গাইড লাইন বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মকর্তা ও অন্যান্য স্টেক হোল্ডারদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৬ ফেব্রুয়ারী) নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য দেন, কেন্দুয়া পৌরসভার প্রশাসক ইমদাদুল হক তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক ওয়াহিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আহমেদ, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী আল-আমীন সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল গফুর, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) হাসমিনা আক্তার, প্রোগ্রাম অফিসার রবিউল আলম প্রমুখ।