কেশবপুরে নবনির্মিত ভূমি অফিস ভবনের উদ্বোধন
- আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
যশোরের কেশবপুর উপজেলার ৩নং মজিদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী প্রতাপপুর গ্রামে প্রায় ৯৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন ভূমি অফিস ভবনের উদ্বোধন হয়েছে। আজ সোমবার আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, যশোর জেলা নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, কেশবপুর এলজিইডি এর উপ-সহকারী প্রকৌশলী নাজিমুল হক, কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশীদ বুলবুল, এবং ৩নং মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির পলাশ।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন প্রতাপপুর ভূমি অফিসের নায়েব মোঃ শহিদুল ইসলাম , বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুল মোমিন, ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক , প্রতাপপুর ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডাঃ শাহাবুদ্দীন, সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, শামিম রেজা সুমন, প্রতাপপুরের ইউপি সদস্য ফজলু বিশ্বাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন অনুষ্ঠানে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, প্রতাপপুর একটি ঐতিহ্যবাহী ও সরকার স্বীকৃত আদর্শ গ্রাম। এখানে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি দাখিল মাদ্রাসা এবং একটি অগ্রণী ব্যাংক শাখা রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবি থাকায় নতুন ভূমি অফিস নির্মিত হওয়ায় সেবা গ্রহণ আরও সহজ ও স্বচ্ছ হবে। তিনি আরও বলেন আপনাদের প্রতিষ্ঠান দেখভাল করার দায়িত্ব আপনাদের। সঠিক ভাবে কাজ হচ্ছে কিনা আপনারা সেটা বুঁজে নিবেন।
নতুন ভূমি অফিস ভবনের উদ্বোধনের মধ্য দিয়ে প্রতাপপুরসহ পুরো ৩নং মজিদপুর ইউনিয়ন ও অত্র এলাকার জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো।


















