কেশবপুরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে যুবক গ্রেফতার

- আপডেট সময় : ৫৩ বার পড়া হয়েছে
যশোরের কেশবপুরে পর্নোগ্রাফি মামলায় খলিলুর রহমান (২১) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। যার মামলা নং-০২, তারিখ- ০১/০৯/২০২৫। গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার জাহানপুর গ্রামের আব্দুল করিম সরদারের ছেলে খলিলুর রহমানকে আটক করে। তদন্ত কর্মকর্তা এসআই লিটন দাস বলেন, ১ সেপ্টেম্বর দুপুরে নতুন মুলগ্রামের কবিরুলের স্ত্রী তাদের বাঁধরুমে গোসল করছিল। এসময় খলিলুর রহমান তার ব্যবহৃত মোবাইল মাধ্যমে ইটের ফাকদিয়ে ওই গৃহবধুর ভিডিও ধারন করে। বাথরুমটি প্লাষ্টার না করায় ওই বাঁথরুমের গাথুনির ইটের ফাঁকে কাপড় দিয়ে আটকানো ছিল। ওই কাপড় সরিয়ে সে ভিডিও ধারন করে। এরপর ওই ভিডিও ভিকটিমকে দেখিয়ে তার কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। ঘটনাটি গৃহবন্ধু তার স্বামীকে জানায়। এরপর কবিরুল ইসলাম সোমবার সন্ধায় কেশবপুর থানায় একটি অভিযোগ করেন। পুলিশ বিষয়টির তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় এব্যাপারে একজনকে আসামী করে একটি মামলা রেকর্ড করে, ওই রাতেই অভিযান চালিয়ে খলিলুর রহমানকে আটক করে।
থানার ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, পর্নোগ্রাফি মামলায় কেশবপুর থানায় একটি মামলা হয়েছে। মামলার মূল আসাম খলিলুরকে আটক করে মঙ্গলবার সকালে যশোর আদালতে সোপদ্দ করা হয়েছে। পর্নোগ্রাফি ছড়ানোর মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।