কেশবপুর সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১৫ বার পড়া হয়েছে
যশোরের কেশবপুর উপজেলার ১১নং সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৮ আগষ্ট) বিকেলে সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ওই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। অনুষ্ঠানে সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিক,সাংগঠনিক সম্পাদক আলমগীর করীর বিশ্বাস, আরও বক্তব্য রাখেন সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব কেএম আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা বাবু, উপজেলা মহিলা দলনেত্রী নুরুন্নাহার নুরি, রুবিয়া খাতুন, যুবদল নেতা মেহেদী হাসান হিমেল প্রমুখ। সমাবেশে সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ সহস্রাধিক নারী উপস্থিত ছিলেন।



















