সংবাদ শিরোনাম ::
কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইচ্ছা অন্তর্র্বতী সরকারের নেই
গণমুক্তি ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ৪৯৫ বার পড়া হয়েছে
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইচ্ছা অন্তর্বর্তী সরকারের নেই।
আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, মৌলিক অধিকার, মানবাধিকার ও রাজনৈতিক অধিকারে, মিছিল মিটিংয়ে কোন ধরনের হস্তক্ষেপ করার ইচ্ছে সরকারের নেই।
এসময় অ্যাটর্নি জেনারেল আরও জানান, আওয়ামী লীগের নিষিদ্ধ চেয়ে করা রিট আবেদনে দল হিসেবে আওয়ামী লীগকেই বিবাদী করা হয়নি। তাহলে কিসের রিট আবেদন করা হয়েছে বলেও প্রশ্ন তোলেন।
এই আইনজীবীর রিট আবেদন করার এখতিয়ার নেই। এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে করা রিট আবেদনের পরবর্তী শুনানির জন্য আগামী ১ সেপ্টেম্বর দিন ঠিক করেন হাইকোর্ট।




















