কোম্পানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদেরকে এক্স-স্টুডেন্ট ফোরামের সংবর্ধনা

- আপডেট সময় : ৫৩ বার পড়া হয়েছে
য়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় সভা ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করেছে এক্স-স্টুডেন্ট ফোরাম।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা শেখ ফরিদের সভাপতিত্বে ও এক্স-স্টুডেন্ট ফোরামের সভাপতি শহীদ উল্যাহ খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. জসীম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি দাতা সদস্য মৌলভী এসএম জামাল, দাতা সদস্য ছানা উল্যাহ মেম্বার,
রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আহমদ উল্যাহ,এক্স স্টুডেন্ট ফোরাম প্রতিষ্ঠাতা সদস্য, হোসাইন আহমদ, এক্স স্টুডেন্ট ফোরামের সাবেক সভাপতি মোঃ শহিদ উল্যাহ সবুজ।
এ সময় উপস্থিত ছিলেন এক্স স্টুডেন্ট ফোরামের উপদেষ্টা মন্ডলির সদস্য মো: খুরশিদ আলম, হরিলাল দেবনাথ, মুরশিদ আলম,মো: সোহেল, এক্স স্টুডেন্ট ফোরামের সাধারণ সম্পাদক মো: হানিফ, সহ সাধারণ সম্পাদক নুর ইসলাম ফয়সাল, অর্থ সম্পাদক জিয়াউর রহমান মাসুদ,প্রচার সম্পাদক ইমাম হোসেন রিয়াদ, সহ- প্রচার সম্পাদক জুয়েল রবিসহ উপস্থিত ছিলেন রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।