কোম্পানীগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

- আপডেট সময় : ৬৯ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও নোয়াখালী দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত কার্যালয়ের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিতর্কে আবু নাছের পৌর উচ্চ বিদ্যালয় বিজয়ী ও মাকসুদাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা রানার্স আপ হয়।
অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো.আমির হোসেন বিএসসির সভাপতিত্বে ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জীবন সুলতানার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম।
বিশেষ অতিথি ছিলেন ,উপজেলা মৎস কর্মকর্তা আশরাফুল ইসলাম সরকার, উপজলা সমাজসেবা কর্মকর্তা মাঈন উদ্দিন ,মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না, একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ বেলায়েত হোসেন, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মোশাররফ হোসাইন,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক তাজ উদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান প্রমূখ।