কোম্পানীগঞ্জে প্রতিবন্ধীদের পাশে মধ্যপূর্ব চরহাজারী যুব সংঘ

- আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মধ্যপূর্ব চরহাজারী যুব সংঘের ৭ম বর্ষ পূর্তি উপলক্ষে নতুন অফিস উদ্বোধন, অসহায়দের মাঝে অনুদান ও প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেলে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ তেল্লার ঘাট সংলগ্ন মার্কেটে মধ্যপূর্ব চরহাজারী যুব সংঘের নতুন অফিসে অসহায়দের মাঝে অনুদান ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার প্রদান ও আলোচনা সভা চরহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আবদুর রহিমের সভাপতিত্বে ও ধনী পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু নাছেরের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ,চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আনোয়ার হোসেন,চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম,ধনী পাড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল হাসান পারভেজ প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা সংগঠনটির ভূয়সী প্রশংসা করে বলেন, ‘মধ্যপূর্ব চরহাজারী যুব সংঘ’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা গত সাত বছর ধরে মানবতার জন্য কাজ করে যাচ্ছে; এটি কম কথা নয়। স্বেচ্ছাসেবী সংগঠন মানেই নিজের খেয়ে বনের মহিষ তাড়ানো। এখানে যারা কাজ করে তাদের অধিকাংশই প্রবাসী। তারা স্বেচ্ছায় সময় ও অর্থ ব্যয় করে। নিঃস্বার্থভাবে জনগণকে সেবা দিয়ে যায়। এলাকার জনগণকে তারা ভালো রাখতে চায়। সত্যিকারের সেবক এরাই যারা নিজের শ্রম, ঘাম ও অর্থ দিয়ে নান্দনিক চরহাজারী গড়তে চায়।’
আলোচনা সভাশেষে ছয় জন অসহায় ও দুস্থ্যের হাতে অনুদান ও একজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার তুলে দেন অতিথিরা। পরে আবদুর রহিম মেম্বারকে সভাপতি ও ইমাম হোসেন নাইমকে সাধারন সম্পাদক করে ৪০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়।
প্রসঙ্গত, ২০১৮ সালে একঝাঁক উদ্যোমী তরুণ যুবক হৃদয়ে মধ্যপূর্ব চরহাজারী ইউনিয়ন যুব সংঘ স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠা করেন। ‘সময়ের প্রয়োজনে, আমরা থাকবো, সবসময়’ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠালগ্নের পর থেকেই সংগঠনটির সদস্যদের তারুণ্যদীপ্ত উদ্যম, একাগ্রতা ও অদম্য ইচ্ছা শক্তির জোরে প্রত্যেকেই তাদের কষ্টার্জিত অর্থ কিংবা কর্মের পাশাপাশি স্বেচ্ছায় সমাজের নানা রকম জনহিতকর কাজকর্ম করে আসছেন। সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের বিভিন্ন শিক্ষার উপকরণ বিতরণ, ঈদে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, দুস্থ্যদের পাশে দাঁড়ানোসহ নানা কর্মসূচি পালন করে সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।