কোম্পানীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

- আপডেট সময় : ১৯৭ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়,বাংলাদেশ জাতীয়তাবাদী ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে কোম্পানীগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন।
গতকাল বুধবার দুপুরের পর থেকে বসুরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও প্রত্যেকটি ইউনিয়ন থেকে উপজেলা চত্বরে একত্রিত হন। পরে বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলা চত্বর থেকে বসুরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বসুরহাট পৌরসভা বিএনপির আহবায়ক আবদুল মতিন লিটনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল আলম শিকদার।
এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম,কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল কবির ফয়সাল, বসুরহাট পৌরসভা যুবদলের আহবায়ক ওবায়দুল হক রাফেল, সদস্য সচিব কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুদ্দিন হায়দার প্রমূখ।