কোম্পানীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় : ৪১ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে,উপজেলা ও বসুরহাট পৌরসভা যুবদলের আয়োজনে যুব সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেলে বসুরহাট বাজারের হাই স্কুল মাঠে পৌরসভা বিভিন্ন ওয়ার্ড ও বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জমায়েত হয়। এরপর সেখান থেকে একটি র্যালি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সলের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহিদুর রহমান রাজনের সঞ্চালনায় অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ। উক্ত সমাবেশে প্রধান বক্তা ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সাধারন সম্পাদক নুরুল আমিন খান।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন,কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন, সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন,বসুরহাট পৌরসভা যুবদলের আহবায়ক ওবায়দল হক রাফেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এম শামস উদ্দিন হায়দার প্রমূখ।


















