কোম্পানীগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা দিয়ে নিরাপত্তাহীনতায় বিএনপি নেতার পরিবার
- আপডেট সময় : ৬৫ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মুছাপুর ইউনিয়নে যুবলীগ নেতা আলতাফ হোসেন আজাদের বিরুদ্ধে হামলা, জবর দখলের অভিযোগে মামলা দেয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে বিএনপি নেতার পরিবার।
গত শনিবার সকালে মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাফেজ আবদুল শাহজাহান, তার সহদর সাবেক দু’ইউপি সদস্যসহ তাদের পরিবারের সদস্যরা এ অভিযোগ করেন।
অভিযোগে জানা যায়, যুুবলীগ নেতা, মাদক ব্যবসায়ী ভূমিদস্যু সন্ত্রাসী আলতাফ হোসেন আজাদ গত সোমবার (৩০জুন) উপজেলার মোল্লা বাজার সংলগ্ন আমেরিকা প্রবাসী মহি উদ্দিনের মালিকীয় ও ভোগদখলীয় জমিতে সন্ত্রাসীদের দিয়ে অবৈধ জবর দখল করতে যায়। এসময় ওই এলাকার সাবেক মেম্বার ও সমাজ প্রধান আবদুল হাই (৬৫) প্রতিবাদ ও বাধা দিতে গেলে সন্ত্রাসীদের হামলায় তিনিসহ ৪জন আহত হন। পরে স্থানীয়রা যুবলীগ নেতা আজাদকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এঘটনায় সাবেক মেম্বার মাহবুবুর রহমান বাদী হয়ে ৫জনের নামোল্লেখ করে মামলা দায়ের করেন।
কিন্তু অভিযুক্ত যুবলীগ নেতা আজাদের দলবল মামলার বাদী ও তার পরিবারকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেয়ায় বাদীর পুরো পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশের গ্রেপ্তার এড়িয়ে আসামীরা আবারও হামলা ও বিতর্কিত জমি জবর দখল করবে বলে মামলার বাদীপক্ষকে নানা হয়রানি ও হুমকি দিয়ে যাচ্ছে।
এনিয়ে মামলার বাদী সাবেক মেম্বার মাহবুবুর রহমান পুলিশের কাছে অভিযোগ করে আসামীদের গ্রেফতার করার দাবি জানিয়ে শনিবার সকালে বসুরহাটে একটি সংবাদ সম্মেলন করেন। এসময় উপস্থিত ছিলেন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাফেজ আবদুল হক শাহজাহান, তার ভাই মামলার বাদী সাবেক মেম্বার মাহবুবুর রহমান, আহত সাবেক মেম্বার আবদুল হাই, স্বেচ্ছাসেবক দলের নেতা শাহজালালসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।




















