ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

খাগড়াছড়িতে সেনাবাহিনীর টহল গাড়িতে হামলা, ১৪৪ ধারা জারি

খাগড়াছড়ি প্রতিনিধি
  • আপডেট সময় : ৩২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি সদর সিঙ্গিনালা এলাকায় ৮ম শেণীর ছাত্রী প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে ধর্ষণের অভিযোগে স্হানীয় জুম্ম ছাত্র জনতা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করলে টহল রত সেনাবাহিনীর একটি গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুরে শহরের শাপলা চত্বর এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি অবস্থান থেকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্ষণের ঘটনার প্রতিবাদে স্থানীয় কয়েকটি সংগঠন সকাল থেকে খাগড়াছড়ি শহরে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। দুপুরের দিকে বিক্ষুব্ধ জনতা সেনাবাহিনীর টহল গাড়ির ওপর হামলা চালায় এবং গাড়িতে ভাঙচুর করে। এ সময় শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই পুলিশ, সেনা ও বিজিবি যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
খাগড়াছড়ি জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয়েছে।ধর্ষনের অভিযোগে সদর থানায় মামলা হয়েছে, একজন গ্রেফতার ও রিমান্ডে আছে।বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে।এদিকে সাজেক সহ অসংখ্য জায়গায় টুরিস্ট রা আটকা পড়ে আছে।যানবাহন চলাচল বন্ধ রয়েছে।ব্যাবসা বানিজ্য দোকানপাট বনধ রযেছে।এমতাবস্থায় জেলা প্রশাসন আইন শৃঙ্খলা বিষয়ে সভার আহবান করেছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খাগড়াছড়িতে সেনাবাহিনীর টহল গাড়িতে হামলা, ১৪৪ ধারা জারি

আপডেট সময় :

খাগড়াছড়ি সদর সিঙ্গিনালা এলাকায় ৮ম শেণীর ছাত্রী প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে ধর্ষণের অভিযোগে স্হানীয় জুম্ম ছাত্র জনতা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করলে টহল রত সেনাবাহিনীর একটি গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুরে শহরের শাপলা চত্বর এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি অবস্থান থেকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্ষণের ঘটনার প্রতিবাদে স্থানীয় কয়েকটি সংগঠন সকাল থেকে খাগড়াছড়ি শহরে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। দুপুরের দিকে বিক্ষুব্ধ জনতা সেনাবাহিনীর টহল গাড়ির ওপর হামলা চালায় এবং গাড়িতে ভাঙচুর করে। এ সময় শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই পুলিশ, সেনা ও বিজিবি যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
খাগড়াছড়ি জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয়েছে।ধর্ষনের অভিযোগে সদর থানায় মামলা হয়েছে, একজন গ্রেফতার ও রিমান্ডে আছে।বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে।এদিকে সাজেক সহ অসংখ্য জায়গায় টুরিস্ট রা আটকা পড়ে আছে।যানবাহন চলাচল বন্ধ রয়েছে।ব্যাবসা বানিজ্য দোকানপাট বনধ রযেছে।এমতাবস্থায় জেলা প্রশাসন আইন শৃঙ্খলা বিষয়ে সভার আহবান করেছে বলে জানা গেছে।