খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিক পুশইন উদ্বেগ জনক

- আপডেট সময় : ০২:১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫ ৭ বার পড়া হয়েছে
পার্বত্যাঞ্চলের সীমান্ত দিয়ে ভারতীয় মুসলমানদের বাংলাদেশে পুশ ইন করছে বর্ডার সিকিউরিটি গার্ড (বিএসএফ)। ভারতে বাস করা মুসলমানদের বাংলাদেশী আখ্যা দিয়ে পুশইন করা হচ্ছে। খাগড়াছড়ি জেলার বিভিন্ন অঞ্চল দিয়ে বিএসএফ বেআইনী ভাবে ভারতীয় মুসলিম নাগরিকদের জোড় করে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়া দিচ্ছে,যা অত্যন্ত উদ্বেগ জনক।
বুধবার ৭ই মে সকালে ভোরে মাটিরাঙ্গা উপজেলার ৪০ বিজিবি জোনের আওতাধীন শান্তিপুর বিওপির আওতাধীন শান্তিপুর সীমান্ত দিয়ে ৩ পরিবারের ২৭ জন এবং পানছড়ি উপজেলার রুপসেনপাড়া বিওপি এলাকা দিয়ে ২৪ জন এবং বিটিলা বিওপি এলাকা দিয়ে ৬ জন এবং তাইন্দং দিয়ে আরও ৯ জন সহ মোট ৬৬ জনকে অবৈধভাবে অনুপ্রবেশ করানোর তথ্য পাওয়া গেছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। অনুপ্রবেশ করানো এসব ভারতীয় নাগরিকরা প্রত্যেকেই ভারতের গুজরাট রাজ্যের বাসিন্দা এবং তারা মুসলিম ধর্মের অনুসারী বলে জানা গেছে। তারা গুজরাটি ও বাংলা ভাষায় কথা বলতে পারেন।
ধারণা করা হচ্ছে ,বুধবার ভোরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার উদয়পুর জেলার রইস্যাবাড়ী ও নতুন বাজার সীমান্ত দিয়ে বাংলাদেশের পার্বত্যাঞ্চলের গহীন অরণ্য এলাকা দিয়ে বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে বাংলাদেশে পুশ ইন করেছে।
পুশ ইন করা আটক ব্যক্তিরা জানান, গুজরাট হতে ২টি বিমান যোগে আনুমানিক ৪৫০ জন কে প্রথমে ত্রিপুরা রাজ্যে নিয়ে আসা হয়। এরপর পরিকল্পনা মাফিক পর্যায়ক্রমে এদেরকে বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশ ইন করানো হচ্ছে বলে জানান ভারতীয় নাগরিকরা। ১১৪ বিএসএফ এলকেপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা শান্তিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করান। এর আগে চোঁখ বেধে প্রায় ১ ঘন্টা পায়ে হাটিয়ে বাংলাদেশের সীমান্তের ভিতরে অবৈধ অনুপ্রবেশ করায় বিএসএফ।
পানছড়ি ব্যটালিয়ন ৩ বিজিবি সুত্র জানায়, সীমান্তে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারী সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে বিজিবি নিয়োজিত রয়েছে। তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন বক্তব্য পাওয়া যায়নি।