গভীর সমুদ্রে নিখোঁজ ১৫ জেলে, ফিরেনি পাঁচ দিনেও

- আপডেট সময় : ৪ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতি বাজার ঘাট থেকে ছেড়ে যাওয়া একটি মাছ ধরার ট্রলার ১৫ জন জেলেসহ গভীর সমুদ্রে নিখোঁজ রয়েছে। গত ২৩ জুলাই ২০২৫, সকাল প্রায় ১০টার দিকে ট্রলারটি মাছ ধরার উদ্দেশ্যে যাত্রা করে। তারপর থেকে তারা আর ফেরেনি। আতঙ্ক ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে নিখোঁজ জেলেদের পরিবারগুলো।
স্থানীয় সূত্রে জানা যায়, একই দিনে মহিপুর এলাকা থেকে ছয়টি মাছ ধরার ট্রলার সমুদ্রে যায়। এর মধ্যে পাঁচটি ট্রলার ইতোমধ্যে নিরাপদে ফিরে এলেও একটি ট্রলারের আর কোনো খোঁজ মেলেনি। নিখোঁজ ট্রলারটির দৈর্ঘ্য আনুমানিক ৪৫ ফুট এবং মাথায় আর্ণি লাগানো ছিল। ট্রলারটির গায়ের রঙ ছিল নীল।
নিখোঁজ ১৫ জন জেলে রশিদ, রাজিব, রাহাত, নজরুল, হাসান, সাগর, হারুন, রফিক, সাগর (১), ইদ্রিস, গিয়াস ১২, হারুন (২) ১৩. কালাম ১৪. ইব্রাহিম ১৫. হাসান স্থানীয়রা ধারণা করছেন, ট্রলারটি হয়তো স্রোতের টানে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতের জলসীমায় চলে গেছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। নিখোঁজ জেলেদের খোঁজে এখনো কোনো সরকারি উদ্যোগ চোখে পড়েনি বলে অভিযোগ করেছেন স্বজনরা।
নিখোঁজদের দ্রুত খোঁজে সরকারি ও উপকূলীয় বাহিনীর কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও জেলে পরিবারগুলো।