সংবাদ শিরোনাম ::
গর্জনিয়া-কচ্ছপিয়ায় পুলিশের অভিযান, সন্ত্রাসীরা পিছু হটছে
কক্সবাজার প্রতিনিধি
- আপডেট সময় : ৭৭ বার পড়া হয়েছে
রামুর গর্জনিয়া–কচ্ছপিয়া এলাকায় সন্ত্রাসী ও চোরাকারবারি চক্রের বিরুদ্ধে টানা অভিযান পরিচালনা করছে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ ইন্সপেক্টর শোভন কুমার সাহার নেতৃত্বে একটি টিম। দফায় দফায় অভিযানে পরিচিত সন্ত্রাসীদের আস্তানায় হানা দেওয়া হচ্ছে। এতে অনেকেই গ্রেপ্তার আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
জানা যায়, বড়বিল, থিমছড়ি, থোয়াঙ্গাকাটা ও কচ্ছপিয়ার বালুবাসা–আছারতলি–দোছড়ি এলাকায় চোরাকারবারিরা চাপে আছে। সম্প্রতি অবৈধ গরুর হাটও পুরোপুরি বন্ধ হয়েছে।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান এবং গর্জনিয়া পুলিশ ফাঁড়ির নতুন আইসি’র সক্রিয়তায় সন্ত্রাসী ও চোরাচালানকারীরা এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। ফলে গর্জনিয়া–কচ্ছপিয়ায় এখন শান্তি ফিরতে শুরু করেছে।













