গাইবান্ধায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ৩৬ বার পড়া হয়েছে
গাইবান্ধায় ফাইভ স্টার সীড কোম্পানি প্রাইভেট লিমিটেড এর চরাঞ্চলের কৃষকদের সাথে ভূট্রার বীজের গুনগত মান সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেলে কামারজানী মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ে কামারজানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মতিয়ার রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইবান্ধায় ফাইভ স্টার সীড কোম্পানি প্রা: লি: সহকারি মহাব্যবস্থাপক এজিএম মুহিত তালুকদার, রিজোনাল ম্যানেজার আর এস এম জনাব মো: হুমায়ুন কবির, কামারজানী মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফারুকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো: সোলাইমান ইসলাম মাষ্টার, বিশিষ্ট ব্যবসায়ী মো: খোরশেদ উল আলম, মো: কমর উদ্দিন, মো: সানোয়ার হোসেন মুন্সি,ফাইভ স্টার সীড কোম্পানির ফিল্ড অফিসার মো: রহমত আলী প্রমূখ।
গাইবান্ধার বিতীর্ণ চরাঞ্চলে অর্থনৈতিক সম্ভাবনায় কৃষকদের উন্নত জাতের ভূট্রার বীজ বপণের নিশ্চয়তায় ফাইভ স্টার কোম্পানি প্রা: লি: আস্থাশীল ভূমিকা রেখে আসছে। চরাঞ্চলের জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ভূট্রার চাষাবাদে ফাইভ স্টার কোম্পানি অভাবনীয় সাফল্যের শীর্ষে রয়েছে বলে জানান মতবিনিময়ে অংশ নেয়া কৃষকরা।
বক্তারা বলেন, চরাঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবের সাথে কৃষির খাপ-খাইয়ে নেয়ার ক্ষেত্রে যুগোপযোগী হিসাবে ফাইভ স্টার কোম্পানির ভূট্রার বীজ সারা জাগিয়েছে। এই ধারা অব্যাহত রাখতে কোম্পানির সংশ্লিষ্টদের বীজ গবেষণায় আরও গুরুত্ব দেয়ার আহবান জানান স্থানীয় সমাজকর্মীরা।















