গাইবান্ধায় সনাতন ধর্মাবলম্বীদের কুমারী পুজা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১২ বার পড়া হয়েছে
গাইবান্ধায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার অষ্টমীতে কুমারী পুজায় মন্ডপগুলোতে অনুষ্ঠিত হয়েছে।
সারাদেশের ন্যায় গতকাল মঙ্গলবার গাইবান্ধা পৌর শহরের আদর্শ কলেজের সামনে রামকৃষ্ণ আশ্রম মন্দিরে জাঁকজমকপূর্ণ ও ধর্মীয় গুরুত্বের মধ্যদিয়ে কুমারী পূজা উদযাপন করেছেন হাজারো সনাতন ধর্মাবলম্বী।
এ সময় অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য-এই পাঁচ উপহারে দেবীদুর্গা কে পূজিত করা হয় ।
কুমারী পূজা পুরোহিতের মন্ত্রে বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয় । পুরোহিত মন্ত্রের পূজার প্রসাদ মন্দির দর্শনে আসা ভক্তদের মাঝে বিতরন করা হয়। একই দিনে মহাঅষ্টমী পূজা হয়। আগামী ২ অক্টোবর বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ দুর্গোৎসব দূর্গা পূজা ।
গাইবান্ধা জেলার পূজা উদযাপন পরিষদ সূত্র বলছে, জেলায় ৫৮৬টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা উৎসব পালন হচ্ছে।





















