ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

রাজবাড়ী রেলওয়ে স্টেশনের বিল্ডিংয়ের উপর দুই বছর ধরে গাছ ভেঙে পড়ে

গাছটি অপসারণ না করায় ঝুঁকিতে বিল্ডিং ও ব্যবসায়ীরা

রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : ৫২ বার পড়া হয়েছে

module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Night; ?cct_value: 0; ?AI_Scene: (6, -1); ?aec_lux: 0.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (6, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজবাড়ী রেলওয়ে এক নম্বর স্টেশনের প্রধান কার্যালয়ের পাশে একটি জামগাছ। জামগাছটি ৫০/৬০বছরের পুরাতন। বিশালাকৃতির এই গাছটি গত দুই বছর আগে মাঝখান থেকে ভেঙ্গ গীয়ে স্টেশনের প্রূধান বিল্ডিং ছাদের উপর ও কিছু অংশ স্টেশনের সামনে থাকা ব্যবসা প্রতিষ্ঠানের ছাদে ও রাস্তার উপরে এসে পরে। জনসাধারণের ব্যবসা ও রাস্তায় যানবাহন চলাচলের জন্য, ওই এলাকার ব্যবসায়ী ও জনগন মিলে রাস্তার অংশ পরিস্কার করে। কিন্তু ব্যবসা প্রতিস্ঠান ও স্টেশনের প্রধান কার্যালয় ছাদের উপর গাছের মোটা অংশ আজ অবদি পরে আছে।এতে ব্যবসা প্রতিস্ঠান ও স্টেশনের কার্যলয় আছে হুমকিতে,কখন যেন গাছের ভরে ঘরগুলো ভেঙ্গে পরে।
রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সামনে লিলি স্টোরের ব্যবসায়ী স্বপন, চা দোকানদার বিল্লাল হোসেন, টেইলর্স দোকানদার আকরাম হোসেন, ফ্লেক্সি লোড লক্ষ্মণ, সবুজ ডেকোরেট লোকমান জানান আমরা এখানে ব্যবসা করি।একটু ঝড়বৃষ্টি হলেই প্রতি নিয়ত আতংকে থাকতে হয় আমাদের। গাছটি প্রায় দুই বছর যাবত ঝড়ে ভেঙ্গে পারে আমাদের দোকানের উপর। কেন গাছটি অপসারণ করছেনা তা আমরা জানি না।তবে একাদিক বার আমরা রেলওয়ে কর্মকর্তার নিকট মৌখিক অভিযোগ দিয়েছি। সমনে থাকা বিদ্যুতের খুটির উপরে গাছটি পরার কারনে মাঝে মধ্যে আমাদের ঘর বিদ্যুত সংযোগ হয়ে পরে। এদিকে স্টেশনের সামনে সব সময় পথচারী ও যাত্রী চলাচল করে থাকে। কখন যেন বিদ্যুত সক্টে দুর্ঘটনা ঘটে যায়। কিছু দিন আগে রেলওয়ের কয়েকজন কর্মচারী গাছটি কাটতে গলে বিদ্যুত সক্ট লাগলে গাছটি ওইভাবে রেখ চলে যায়। আমরা দ্রুত গাছটি ঘরের উপর থেকে সরানোর জন্য রেলওয়ে কতৃপক্ষের দৃষ্টি কামনা করছি।
রাজবাড়ী রেলওয়ে রাজবাড়ী সহকারী নির্বাহী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান জানান,আমি গাছ পরার বিষয়টি দেখে দ্রুত অপসারণের ব্যবস্থা গ্রহণ করছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজবাড়ী রেলওয়ে স্টেশনের বিল্ডিংয়ের উপর দুই বছর ধরে গাছ ভেঙে পড়ে

গাছটি অপসারণ না করায় ঝুঁকিতে বিল্ডিং ও ব্যবসায়ীরা

আপডেট সময় :

রাজবাড়ী রেলওয়ে এক নম্বর স্টেশনের প্রধান কার্যালয়ের পাশে একটি জামগাছ। জামগাছটি ৫০/৬০বছরের পুরাতন। বিশালাকৃতির এই গাছটি গত দুই বছর আগে মাঝখান থেকে ভেঙ্গ গীয়ে স্টেশনের প্রূধান বিল্ডিং ছাদের উপর ও কিছু অংশ স্টেশনের সামনে থাকা ব্যবসা প্রতিষ্ঠানের ছাদে ও রাস্তার উপরে এসে পরে। জনসাধারণের ব্যবসা ও রাস্তায় যানবাহন চলাচলের জন্য, ওই এলাকার ব্যবসায়ী ও জনগন মিলে রাস্তার অংশ পরিস্কার করে। কিন্তু ব্যবসা প্রতিস্ঠান ও স্টেশনের প্রধান কার্যালয় ছাদের উপর গাছের মোটা অংশ আজ অবদি পরে আছে।এতে ব্যবসা প্রতিস্ঠান ও স্টেশনের কার্যলয় আছে হুমকিতে,কখন যেন গাছের ভরে ঘরগুলো ভেঙ্গে পরে।
রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সামনে লিলি স্টোরের ব্যবসায়ী স্বপন, চা দোকানদার বিল্লাল হোসেন, টেইলর্স দোকানদার আকরাম হোসেন, ফ্লেক্সি লোড লক্ষ্মণ, সবুজ ডেকোরেট লোকমান জানান আমরা এখানে ব্যবসা করি।একটু ঝড়বৃষ্টি হলেই প্রতি নিয়ত আতংকে থাকতে হয় আমাদের। গাছটি প্রায় দুই বছর যাবত ঝড়ে ভেঙ্গে পারে আমাদের দোকানের উপর। কেন গাছটি অপসারণ করছেনা তা আমরা জানি না।তবে একাদিক বার আমরা রেলওয়ে কর্মকর্তার নিকট মৌখিক অভিযোগ দিয়েছি। সমনে থাকা বিদ্যুতের খুটির উপরে গাছটি পরার কারনে মাঝে মধ্যে আমাদের ঘর বিদ্যুত সংযোগ হয়ে পরে। এদিকে স্টেশনের সামনে সব সময় পথচারী ও যাত্রী চলাচল করে থাকে। কখন যেন বিদ্যুত সক্টে দুর্ঘটনা ঘটে যায়। কিছু দিন আগে রেলওয়ের কয়েকজন কর্মচারী গাছটি কাটতে গলে বিদ্যুত সক্ট লাগলে গাছটি ওইভাবে রেখ চলে যায়। আমরা দ্রুত গাছটি ঘরের উপর থেকে সরানোর জন্য রেলওয়ে কতৃপক্ষের দৃষ্টি কামনা করছি।
রাজবাড়ী রেলওয়ে রাজবাড়ী সহকারী নির্বাহী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান জানান,আমি গাছ পরার বিষয়টি দেখে দ্রুত অপসারণের ব্যবস্থা গ্রহণ করছি।