সংবাদ শিরোনাম ::
গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
গাজায় ইসরায়েলের পক্ষ থেকে বর্বরোচিত হামলা, হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে বিকেল সাড়ে পাঁচটায় জামায়াত অফিস চত্বর থেকে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরে হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার (৭ এপ্রিল) জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ কফিল উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলালউদ্দীন প্রধান, জেলা সেক্রেটারি জেনারেল ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর প্রমুখ।
সমাবেশে ইজরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা, শিশুদের নির্যাতন সহ মানবাধিকারের চরম লঙ্ঘনের তীব্র নিন্দা জানান জামায়াত নেতারা। উল্লেখ্য যে দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাধারণ ছাত্র-জনতা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও এ কর্মসূচী পালিত হয়। ছাত্র জনতার বিক্ষোভ মিছিলে তুমি কে আমি কে হামাস হামাস!! এসব শ্লোগান দিয়ে গোটা শহর মুখরিত ছিল। এছাড়াও “মার্চ ফর ফিলিস্তিন” উপলক্ষে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে দুপুরে জড়ো হতে থাকে ছাত্র-জনতা, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষজন। এছাড়াও “আমাকে হাজারবার গুলি করো, আমার সন্তানকে মেরো না”, আমার ফুসফুস কেটে নিয়ে উল্লাস করো, আমার বাচ্চার অক্সিজেন কেড়ে নিও না”, “তোমার বুটের লাথিতে আমার পাজর ভেঙ্গে দাও, বাচ্চাটাকে ছুঁয়ো না” ফিলিস্তিনের শিশুদের রক্ষার জন্য তাদের অভিভাবেকদের এ জাতীয় আবেগজড়িত কথা উল্লেখ করে হামলা ও হত্যার প্রতিবাদ জানানো হয়।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের চৌরাস্তা মোড়ে আধা ঘন্টাব্যাপী সমাবেশ পালন করা হয়। অপরদিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরেও একই দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পাশাপাশি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ নানা স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ পালন করা হয়।