সংবাদ শিরোনাম ::
গাজীপুরের শ্রীপুরে দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় হত্যার হুমকীর প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০২:২৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ৪২ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুরে অনিয়ম, ঘুষ, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের পলাতক উপাধ্যক্ষ নুরুন্নবী আকন্দের বিরুদ্ধে দৈনিক ইত্তেফাকে “শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ, হিসাবের নথিপত্র নিয়ে লাপাত্তা উপাধ্যক্ষ, ছয়টি নোটিশ দিয়েও মিলেনি জবাব” শিরোনামে ২৩ ফেব্রুয়ারী একটি অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ হওয়ায় গত ১২ মার্চ রাতে ফেসবুকের Akndgity Sreepur নামক আইডি থেকে দৈনিক ইত্তেফাকের শ্রীপুর প্রতিনিধির ফেসবুক আইডি M M Faruque -এ লেখনি হাত কেটে ফেলাসহ হত্যার হুমকী দেওয়া হয়। এ ব্যাপারে সাংবাদিক এম এম ফারুক শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এই হুমকীর প্রতিবাদে শনিবার ১৫ মার্চ শনিবার শ্রীপুরে ও গাজীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা শ্রীপুর মডেল থানার সামনে এক মানববন্ধন করেন।
মানব বন্ধনে শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান এর সভাপতিত্বে, আজকের প্রত্রিকার উপজেলা প্রতিনিধি রাতুল মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, আমাদের সময় এর শ্রীপুর প্রতিনিধি আঃ লতিফ, এশিয়ান টিভির গাজীপুর প্রতিনিধি মাহমুদুল হাসান, রুপালী বাংলাদেশ এর প্রতিনিধি সোলাইমান মাহমুদ, সাংবাদিক মোশারফ হোসেন, দৈনিক নয়া দিগন্তের মাল্টিমিডিয়া প্রতিনিধি মোঃ মোজাহিদ। এসময় আরো উপস্থিত ছিলে উপজেলা সাংবাদিক হাদিউল আলম মোড়ল , আনন্দ টিভির শ্রীপুর প্রতিনিধি আদনান মামুন, সাংবাদিক সুজন আহমেদ, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও আনন্দ টিভির গাজীপুরের বিশেষ প্রতিনিধি তানভীর আহমেদ, দ্য বাংলাদেশ টুডের রাজিব প্রধান, সাংবাদিক ফোয়াদ মন্ডল, সাংবাদিক আঃ কাদির, সাংবাদিক ও পর্যটক আরিফ মন্ডল, রমজান আলী রুবেল, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবদুল্লাহ আল সুমন ,সাংগঠনিক সম্পাদক, দৈনিক বাংলাদেশ সমাচার গাজীপুর প্রতিনিধি আতিকুর রহমান, শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, বিজনেস বাংলাদেশ শ্রীপুর প্রতিনিধি রোমান আহমেদ, উপজেলা উপজেলা প্রেসক্লাবের সদস্য, দৈনিক স্বাধীন বাংলার শ্রীপুর প্রতিনিধি মোঃ সোহাগ ভান্ডারী, সাংবাদিক আতিক হাসান, সাংবাদিক জাহাঙ্গীর আলম, ফজলুল হক রতন, ব্লগার ও সাংবাদিক তাজুল ইসলাম সাংবাদিক সুমন গাজী সহ বিভিন্ন পৃণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।