গাজীপুরের শ্রীপুরে নতুন সাব-রেজিস্ট্রারকে ফুল দিয়ে বরণ

- আপডেট সময় : ০১:৫০:৫৯ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৬০ বার পড়া হয়েছে
গাজীপুর জেলারর শ্রীপুর উপজেলার নতুন সাব-রেজিস্ট্রার মোঃ সোহেল রানাকে ফুল দিয়ে বরণ নেয়া হয়েছে। ৯ ফেব্রুয়ারি রবিবার সকালে শ্রীপুর সাব-রেজিস্ট্রী অফিসের অফিস সহকারী ফরিদা ইয়াসমিন, নকল নবিশ নাসিম মোড়ল, সহ অফিসের সকল কর্মচারিবৃন্দ নতুন রেজিস্ট্রার মোঃ সোহেল রানা কে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন।
পরে শ্রীপুর উপজেলা দলিল লেখক ও স্টাম্প ভ্যান্ডার সমিতির কার্যালয়ে এক পরিচিতি সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় সিমিতির পক্ষ থেকে দলিল লেখক এমদাদ মন্ডল, রাকিবুল হাসান, মোঃ মোশারফ হোসের, মোঃ শহিদুল ইসলাম মন্ডল, ফজলুল করিম নয়ন সহ সকলে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন। এবং দলিল লেখেক গন নতুন সাব-রেজিস্ট্রারের সাথে পরিচিত হন।
এসময় আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা দলিল লেখক ও স্টাম্প ভ্যান্ডার সমিতির দলিল লেখক মোঃ সুজন, মোঃ মানিক, মোঃ হারিছ, মোঃ বিল্লাল হোসেন, মো সহিদুল্লাহ্, মোঃ গফুর, আদনান মামুন, মোঃ ইব্রাহিম খলিল, দলিল লেখক কাজী আব্দুল্লাহ আল সুমন সহ উক্ত সমিতির সকল দলিল লিখক বৃন্দ।