ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫

এসএসসি পরিক্ষা ঃ শুভেচ্ছায় সড়ক অবরোধ নয়

গুলশানের ফিরোজায় উঠছেন খালেদা জিয়া

হালিম মোহাম্মদ
  • আপডেট সময় : ০৪:০৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫ ২৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গতকাল মধ্যরাতে গনপুর্ত বিভাগের (গুলশান) কর্মকর্তা জানান, ম্যাডামের (বেগম খালেদা জিয়া) বাসা কমপ্লিটলি রেডি। বিদ্যুৎ, গ্যাস, ওয়াসা, বাসার আঙিনা ঘষা মাজা, পরিস্কার-পরিচ্ছন্নতা, সাজসজ্জা কোনো কিছুই বাদ নেই। সাজসজ্জায় চকচক করছে ফিরোজা।কোন কিছুর ঘাটতি নেই। ম্যাডাম এয়ারপোর্ট থেকে সরাসরি এই বাস ভবনে উঠবেন। সঙ্গে রয়েছে তার দুই পুত্রবধু ডা. জোবাইদা রহমান, শর্মিলা রহমান সিথি ও তিন নাতনী। এমনই মন্তব্য করেছেন ওই কর্মকর্তা।
কর্মকর্তা বলেন, খালেদা জিয়ার জন্য প্রস্তুত ‘ফিরোজা’ রাজধানীর গুলশানের ৮০ নম্বর সড়কে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজায়’ কদিন ধরে চলছে গোছগাছ; বাড়ির সামনের সবুজ আঙিনা সাজানো হয়েছে ফুল গাছের টব দিয়ে। ভেতরেও কক্ষগুলোতে ঝাড়পোঁছ করে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করে আনা হয়েছে। চিকিৎসার জন্য চার মাস লন্ডনে কাটিয়ে মঙ্গলবার দেশে ফিরছেন খালেদা জিয়া, ঢাকায় ফিরে তিনি উঠবেন ‘ফিরোজাতে’ বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, খালেদা জিয়ার বসবাসের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে ‘ফিরোজা’।
মিডিয়া কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন, ম্যাডামের বাসা কমপ্লিটলি রেডি। বিদ্যুৎ, গ্যাস, ওয়াসা, বাসার আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্নতা, সাজসজ্জা কোনো কিছুই বাদ নেই। ম্যাডামের স্বজনরা সব কিছু তদারক করেছেন। এখন আমরা সবাই ম্যাডামের অপেক্ষায় আছি। দেয়াল দিয়ে ঘেরা ফিরোজার সামনের দিকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য কক্ষ। পুলিশ ও চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) সদস্যদের পালাক্রমে পাহারা দিচ্ছেন।
এদিকে আজ মঙ্গলবার সকালে রাজধানীসহ সারাদেশে এসএসসি পরিক্ষা থাকায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কাউকে রাস্তায় দাঁড়াতে দেয়া হবে না। রাস্তা অবরোধের মাধ্যমে প্রতিবন্ধকতার সৃস্টি করে পরিক্ষাথীদের যাতায়াতে ব্যাঘাত ঘটনো যাবে না। খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে রাস্তায় ভিড় না করতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ করেছেন মির্জা ফখরুল।
তিনি বলেন তবে আমাদের দলের তরফ থেকে একটা আবেদন আছে যে, দলের নেতাকর্মীদের, আপনারা জানেন, কালকে এসএসসির পরীক্ষা আছে একটা সাবজেক্টে, যেহেতু ঢাকা বিমানবন্দর থেকে কাকলী পথ দিয়ে ম্যাডাম গুলশানের বাসায় যাবেন।
ফখরুল বলেন, আমি সকলকে অনুরোধ করতে চাই, রাস্তার ওপরে যেন কেউ না দাঁড়ায়। যারা অভ্যর্থনা জানাবেন তারা ফুটপাতে দাঁড়িয়ে যেন ম্যাডামকে অভ্যর্থনা জানান। দলের নেতা-কর্মীরা যাতে জাতীয় ও বিএনপির পতাকা হাতে নিয়ে ম্যাডামকে অভ্যর্থনা জানাবেন এটা আমরা নির্দেশনা দিয়েছি। রাস্তায় যাতে কেউ দাঁড়াতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে ট্রাফিক পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছেন মির্জা ফখরুল।
তিনি আরও বলেন, একইসঙ্গে দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ আচরণ এবং জনদুর্ভোগ এড়াতে সড়কে না নামার আহ্বান জানান। আমি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কাছে আমি আবেদন রাখতে চাই, কেউ যেন রাস্তায় না দাঁড়ান, ট্রাফিক বিঘিœত না করেন, পরীক্ষার্থীদের কেন্দ্র যেতে যেন বাধার না পড়ে সেই ব্যাপারে সকলকে নজর রাখতে হবে। আমরা সবাই মিলে যথাসাধ্য চেষ্টা করব যাতে পরীক্ষার্থীদের কেন্দ্র যেতে কোনো অসুবিধা না হয়।
মির্জা ফখরুল লেখেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার জন্য বাসা থেকে বের হবে। তাই আমি দলের সকল নেতাকর্মীকে অনুরোধ করছি, খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত কেউ যেন ফুটপাত থেকে সড়কে না নামে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশেও আহ্বান জানিয়ে বলেন, কেউ যাতে সড়কে না নামতে পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আমি আশা করি।
এদিকে সোমবার লন্ডনের স্থানীয় সময় বিকাল ৪টা ১০ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে খালেদা জিয়া রওনা হবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, কাতার রয়েল অ্যাম্বুলেন্সের এয়ার ক্রাফটে মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা এয়ারপোর্টে পৌঁছাবেন। আমরা আশা করছি যে, সময়মতই উনি ঢাকায় পৌঁছাবেন। খালেদা জিয়ার ফেরার সঙ্গী হচ্ছেন দুই পূত্রবধু- তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি। লন্ডন অবস্থানরত খালেদা জিয়ার ব্যক্তি চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, “লন্ডন থেকে ঢাকার যাত্রাপথে দোহায় যাত্রাবিরতি আছে। শিডিউল অনুযায়ী লন্ডন থেকে যাত্রা করে।
খালেদা জিয়া কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ তিনি আগের চাইতে ভালো আছেন। আমরা আশা করছি, যথাসময়েই ম্যাডাম হিথ্রো বিমানবন্দরে গিয়ে উড়োজাহাজাজে উঠছেন। দোহায় যাত্রাবিরতি শেষে রওনা হয়ে উড়োজাহাজটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। তিনি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় বহরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে গত ৭ জানুয়ারি লন্ডনে যান। সেখানকার লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন। টানা ১৭ দিন ক্লিনিকে চিকিৎসাধীন থাকার পর তিনি ২৫ জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের বাসায় রয়েছেন।
সফর সঙ্গীয় বিএনপির শীর্ষ নেতা জানান, জানান, স্থানীয় সময় বিকাল ৪টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে) হিথ্রো বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছেন বিএনপি চেয়ারপারসন। খালেদা জিয়াকে বহনকারী ফ্লাইটটি আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তার সঙ্গে রয়েছেন দুই পুত্রবধূ, ব্যক্তিগত চিকিৎসকসহ মোট ৯ জন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এসএসসি পরিক্ষা ঃ শুভেচ্ছায় সড়ক অবরোধ নয়

গুলশানের ফিরোজায় উঠছেন খালেদা জিয়া

আপডেট সময় : ০৪:০৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

গতকাল মধ্যরাতে গনপুর্ত বিভাগের (গুলশান) কর্মকর্তা জানান, ম্যাডামের (বেগম খালেদা জিয়া) বাসা কমপ্লিটলি রেডি। বিদ্যুৎ, গ্যাস, ওয়াসা, বাসার আঙিনা ঘষা মাজা, পরিস্কার-পরিচ্ছন্নতা, সাজসজ্জা কোনো কিছুই বাদ নেই। সাজসজ্জায় চকচক করছে ফিরোজা।কোন কিছুর ঘাটতি নেই। ম্যাডাম এয়ারপোর্ট থেকে সরাসরি এই বাস ভবনে উঠবেন। সঙ্গে রয়েছে তার দুই পুত্রবধু ডা. জোবাইদা রহমান, শর্মিলা রহমান সিথি ও তিন নাতনী। এমনই মন্তব্য করেছেন ওই কর্মকর্তা।
কর্মকর্তা বলেন, খালেদা জিয়ার জন্য প্রস্তুত ‘ফিরোজা’ রাজধানীর গুলশানের ৮০ নম্বর সড়কে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজায়’ কদিন ধরে চলছে গোছগাছ; বাড়ির সামনের সবুজ আঙিনা সাজানো হয়েছে ফুল গাছের টব দিয়ে। ভেতরেও কক্ষগুলোতে ঝাড়পোঁছ করে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করে আনা হয়েছে। চিকিৎসার জন্য চার মাস লন্ডনে কাটিয়ে মঙ্গলবার দেশে ফিরছেন খালেদা জিয়া, ঢাকায় ফিরে তিনি উঠবেন ‘ফিরোজাতে’ বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, খালেদা জিয়ার বসবাসের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে ‘ফিরোজা’।
মিডিয়া কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন, ম্যাডামের বাসা কমপ্লিটলি রেডি। বিদ্যুৎ, গ্যাস, ওয়াসা, বাসার আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্নতা, সাজসজ্জা কোনো কিছুই বাদ নেই। ম্যাডামের স্বজনরা সব কিছু তদারক করেছেন। এখন আমরা সবাই ম্যাডামের অপেক্ষায় আছি। দেয়াল দিয়ে ঘেরা ফিরোজার সামনের দিকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য কক্ষ। পুলিশ ও চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) সদস্যদের পালাক্রমে পাহারা দিচ্ছেন।
এদিকে আজ মঙ্গলবার সকালে রাজধানীসহ সারাদেশে এসএসসি পরিক্ষা থাকায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কাউকে রাস্তায় দাঁড়াতে দেয়া হবে না। রাস্তা অবরোধের মাধ্যমে প্রতিবন্ধকতার সৃস্টি করে পরিক্ষাথীদের যাতায়াতে ব্যাঘাত ঘটনো যাবে না। খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে রাস্তায় ভিড় না করতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ করেছেন মির্জা ফখরুল।
তিনি বলেন তবে আমাদের দলের তরফ থেকে একটা আবেদন আছে যে, দলের নেতাকর্মীদের, আপনারা জানেন, কালকে এসএসসির পরীক্ষা আছে একটা সাবজেক্টে, যেহেতু ঢাকা বিমানবন্দর থেকে কাকলী পথ দিয়ে ম্যাডাম গুলশানের বাসায় যাবেন।
ফখরুল বলেন, আমি সকলকে অনুরোধ করতে চাই, রাস্তার ওপরে যেন কেউ না দাঁড়ায়। যারা অভ্যর্থনা জানাবেন তারা ফুটপাতে দাঁড়িয়ে যেন ম্যাডামকে অভ্যর্থনা জানান। দলের নেতা-কর্মীরা যাতে জাতীয় ও বিএনপির পতাকা হাতে নিয়ে ম্যাডামকে অভ্যর্থনা জানাবেন এটা আমরা নির্দেশনা দিয়েছি। রাস্তায় যাতে কেউ দাঁড়াতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে ট্রাফিক পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছেন মির্জা ফখরুল।
তিনি আরও বলেন, একইসঙ্গে দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ আচরণ এবং জনদুর্ভোগ এড়াতে সড়কে না নামার আহ্বান জানান। আমি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কাছে আমি আবেদন রাখতে চাই, কেউ যেন রাস্তায় না দাঁড়ান, ট্রাফিক বিঘিœত না করেন, পরীক্ষার্থীদের কেন্দ্র যেতে যেন বাধার না পড়ে সেই ব্যাপারে সকলকে নজর রাখতে হবে। আমরা সবাই মিলে যথাসাধ্য চেষ্টা করব যাতে পরীক্ষার্থীদের কেন্দ্র যেতে কোনো অসুবিধা না হয়।
মির্জা ফখরুল লেখেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার জন্য বাসা থেকে বের হবে। তাই আমি দলের সকল নেতাকর্মীকে অনুরোধ করছি, খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত কেউ যেন ফুটপাত থেকে সড়কে না নামে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশেও আহ্বান জানিয়ে বলেন, কেউ যাতে সড়কে না নামতে পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আমি আশা করি।
এদিকে সোমবার লন্ডনের স্থানীয় সময় বিকাল ৪টা ১০ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে খালেদা জিয়া রওনা হবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, কাতার রয়েল অ্যাম্বুলেন্সের এয়ার ক্রাফটে মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা এয়ারপোর্টে পৌঁছাবেন। আমরা আশা করছি যে, সময়মতই উনি ঢাকায় পৌঁছাবেন। খালেদা জিয়ার ফেরার সঙ্গী হচ্ছেন দুই পূত্রবধু- তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি। লন্ডন অবস্থানরত খালেদা জিয়ার ব্যক্তি চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, “লন্ডন থেকে ঢাকার যাত্রাপথে দোহায় যাত্রাবিরতি আছে। শিডিউল অনুযায়ী লন্ডন থেকে যাত্রা করে।
খালেদা জিয়া কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ তিনি আগের চাইতে ভালো আছেন। আমরা আশা করছি, যথাসময়েই ম্যাডাম হিথ্রো বিমানবন্দরে গিয়ে উড়োজাহাজাজে উঠছেন। দোহায় যাত্রাবিরতি শেষে রওনা হয়ে উড়োজাহাজটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। তিনি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় বহরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে গত ৭ জানুয়ারি লন্ডনে যান। সেখানকার লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন। টানা ১৭ দিন ক্লিনিকে চিকিৎসাধীন থাকার পর তিনি ২৫ জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের বাসায় রয়েছেন।
সফর সঙ্গীয় বিএনপির শীর্ষ নেতা জানান, জানান, স্থানীয় সময় বিকাল ৪টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে) হিথ্রো বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছেন বিএনপি চেয়ারপারসন। খালেদা জিয়াকে বহনকারী ফ্লাইটটি আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তার সঙ্গে রয়েছেন দুই পুত্রবধূ, ব্যক্তিগত চিকিৎসকসহ মোট ৯ জন।