সংবাদ শিরোনাম ::
গোলাপগঞ্জে অবৈধ টিলা কাটায় ১ লক্ষ্য ৫০ হাজার টাকা জরিমানা

গোলাপগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ১৫ বার পড়া হয়েছে
সিলেটের গোলাপগঞ্জে অবৈধ টিলা কাটার দায়ে ১ লক্ষ্য ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার (০৩ সেপ্টেম্বর ) বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে উপজেলার ৩ নং ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি দক্ষিণপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল অভিযান পরিচালনা করে টিলা কাটায় জড়িত মর্তুজা হাসানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী ১,৫০,০০০/- টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে ইউএনও মিলটন চন্দ্র পাল বলেন,
“পরিবেশ রক্ষা ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গোলাপগঞ্জ উপজেলায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে সার্বিক সহযোগিতা করে গোলাপগঞ্জ থানা পুলিশের একটি টিম।