সংবাদ শিরোনাম ::
গোলাপগঞ্জে নৌকা ডুবে একজন নিহত

গোলাপগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ৮ বার পড়া হয়েছে
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঘোগারকুল পূর্বপাড়া নিবাসি সৈয়দ মুহি উদ্দিন নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে এরালবিল থেকে লাশ উদ্ধার করা হয়।
খোঁজ নিয়ে জানাযায়, গতকাল সোমবার রাতে এড়াল বিলে নৌকা ডুবে যায় এতে সৈয়দ মুহি উদ্দিন (৫৫) এক ব্যক্তি নিখোঁজ হন। রাত আনুমানিক ৯টার দিকে ৩ জন নৌকায় ঘুরাঘুরি করছিলেন হঠাৎ নৌকা ডুবে যায় পরে দুইজনকে আশপাশের লোক এসে উদ্ধার করে আর একজন (সৈয়দ মুহি উদ্দিন) কে সারারাত খোজে পাওয়া যায় নি। সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর লোকজন এসে লাশ খুঁজে বের করে।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্যা ঘঠনা নিশ্চিত করে বলেন, নোকা ডুবে সৈয়দ মুহি উদ্দিন এক ব্যক্তি নিখোঁজ ছিলেন, আজ সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর লোকজন এসে লাশ খুঁজে বের করে। ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা করা হবে।