গোলাপগঞ্জে পূবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি
- আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
সিলেটের গোলাপগঞ্জে পূবালী ব্যাংক গোলাপগঞ্জ শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি মোহাম্মদ চৌধুরী একাডেমী মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির পূর্বে কলেজের সভাকক্ষে পূবালী ব্যাংক গোলাপগঞ্জ শাখার ব্যবস্থাপক শৈলেন সরকারের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মোহাম্মদ চৌধুরী একাডেমী মাঠে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবালী ব্যাংক সিলেট শাখার উপ-মহাব্যবস্থাপক প্রদ্যুৎ কান্তি দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমীর ভারপ্রাপ্ত প্রিন্সিপাল অসীম কুমার শর্ম্মা, প্রভাষক ভানুজ কান্তি ভট্রাচার্য, সাপ্তাহিক সকালে দিগন্ত’র সম্পাদক ও প্রকাশক সাংবাদিক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, প্রভাষক মোঃ আলাল মিয়া, সহকারি শিক্ষক মোঃ ওয়াহিদুজ্জামান, অজিত কুমার দেবনাথ, মোঃ মোস্তাফিজুর রহমান, রাজীব কুর্মি।
সরকারি মোহাম্মদ চৌধুরী একাডেমি মাঠে শতাধিক বৃক্ষচারা রোপণ করে কর্মসূচি পালন করা হয়।


















