গোলাপগঞ্জে প্রবাসীর দেওয়া ইউনিয়ন ক্লিনিক উদ্বোধনের অপেক্ষায়

- আপডেট সময় : ০২:১৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ৯ বার পড়া হয়েছে
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চৌঘরী গ্রামে যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট কমিউনিটি নেতা জাবেদ হোসেন এর নিজ উদ্যোগে একটি ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক সাধারণ জনগণের সেবার জন্য নির্মান করেছেন।
গোলাপগঞ্জ প্রবাসীর দেওয়া ইউনিয়ন ক্লিনিক এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।আগামী ৪ জানুয়ারী দুপুর ২ টায় উদ্বোধন করা হবে বলে জানান প্রবাসী জাবেদ হোসেন। এছাড়া অসহায় মানুষের সেবার জন্য ক্লিনিকে একটি এম্বুলেন্স দান করবেন তিনি। এটি উদ্বোধনের পর এলাকার মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাবে।
জাবেদ হোসেন তাহার মা ও বাবার নামে “হাছনা – মাহতাব কমিউনিটি ক্লিনিক ” নামে নাম করন করেছেন।
এই ক্লিনিকটি উদ্বোধনের পর স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যসেবার সুযোগ পাবে। বিশেষ করে, এলাকার গর্ভবতী মা ও শিশুদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে, যারা এতদিন স্বাস্থ্যসেবার জন্য দূরে যেতে নানা সমস্যার সম্মুখীন হতেন।
এই ক্লিনিকটি প্রবাসীর উদ্যোগে নির্মিত হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। ক্লিনিকটি চালু হলে এলাকার স্বাস্থ্যসেবা পরিস্থিতির উন্নতি হবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২০২০ করোনা কালিন সময় বিনামূল্যে গোলাপগঞ্জে নিজ উদ্যোগে একটি এম্বুলেন্স দান করেছিলেন প্রবাসী জাবেদ হোসেন।