ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

গোলাপগঞ্জে প্রবাসীর বাড়ী দখলের অভিযোগ

গোলাপগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ৭৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার যুক্তরাজ্য প্রবাসী বুধবারী বাজার ইউনিয়নের বহর গ্রাম ছয়ত্রিশের মৃত মতছিন আলীর বাড়ী আত্মসাত ও দখলের অভিযোগ পরিবারের।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বহর গ্রাম ছয়ত্রিশের মৃত মতছিন আলীর ছেলে মেয়েরা দীর্ঘদিন থেকে প্রবাসে বসবাস করেন। মৃত মতছিন আলীর পুত্র মুহিবর রহমান ও হাফছা বেগম ডালি প্রবাসে যাওয়ার পর থেকে তাদের পরিবারের পিতৃতান্ত্রিক মৌড়শী বাড়ী দখল করে তাহাদের পার্শ্ববর্তী বড়ীর জৈনেক অলিউর রহমান নামের প্রভাবশালী ব্যাক্তি।
বাড়ীর কেয়ার টেকার এর পরিবার সহ তাড়িয়ে দখল করেছেন বাড়িটি। মুহিবুর রহুমান পর্তুগালে ও হাফছা বেগম ডলি যুক্তরাজ্যে যাওয়ার পর মামাতো ভাই সালেহ আহমদকে বাড়ী ও জায়গা জমিনের দেখা শোনার দায়িত্ব দিয়ে ছিলেন।
শুক্রবার (৩ অক্টোবর ২০২৫ ইং) অলিউর রহমান তার বাহীনি নিয়ে সালেহ আহমদকে হামলা করে, ভয়ভীতি দেখিয়ে বাড়ী থেকে কেয়ারটেকার এর পরিবার সহ বাহির করে ঘর দখল করে।
এবিষয়ে সালেহ আহমদ সংবাদ সম্মেলন করে বলেন, আমার মামা তিনির পরিবারের সবাই দীর্ঘদিন থেকে প্রবাসে থাকেন। প্রবাসে যাওয়ার পর বাড়ীটি দেখা শুনার দায়িত্ব পালন করে আসছি আমি। কিন্তু পাশের বাড়ীর প্রভাবশালী অলিউর রহমান দীর্ঘদিন থেকে এই বাড়ীটি দখল করার জন্য নানা হয়রানী করে আসছেন, গতকাল অলিউর রহমান তার বাহীনি নিয়ে বাড়ীর সবাইকে তাড়িয়ে জোর যবর দস্তি করে দখল করে নিয়েছেন, আমি আমার মামাতো ভাই বোনদের পেতৃক এই বাড়ীটি ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করছি।
এবিষয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান সালেহ আহমদ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোলাপগঞ্জে প্রবাসীর বাড়ী দখলের অভিযোগ

আপডেট সময় :

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার যুক্তরাজ্য প্রবাসী বুধবারী বাজার ইউনিয়নের বহর গ্রাম ছয়ত্রিশের মৃত মতছিন আলীর বাড়ী আত্মসাত ও দখলের অভিযোগ পরিবারের।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বহর গ্রাম ছয়ত্রিশের মৃত মতছিন আলীর ছেলে মেয়েরা দীর্ঘদিন থেকে প্রবাসে বসবাস করেন। মৃত মতছিন আলীর পুত্র মুহিবর রহমান ও হাফছা বেগম ডালি প্রবাসে যাওয়ার পর থেকে তাদের পরিবারের পিতৃতান্ত্রিক মৌড়শী বাড়ী দখল করে তাহাদের পার্শ্ববর্তী বড়ীর জৈনেক অলিউর রহমান নামের প্রভাবশালী ব্যাক্তি।
বাড়ীর কেয়ার টেকার এর পরিবার সহ তাড়িয়ে দখল করেছেন বাড়িটি। মুহিবুর রহুমান পর্তুগালে ও হাফছা বেগম ডলি যুক্তরাজ্যে যাওয়ার পর মামাতো ভাই সালেহ আহমদকে বাড়ী ও জায়গা জমিনের দেখা শোনার দায়িত্ব দিয়ে ছিলেন।
শুক্রবার (৩ অক্টোবর ২০২৫ ইং) অলিউর রহমান তার বাহীনি নিয়ে সালেহ আহমদকে হামলা করে, ভয়ভীতি দেখিয়ে বাড়ী থেকে কেয়ারটেকার এর পরিবার সহ বাহির করে ঘর দখল করে।
এবিষয়ে সালেহ আহমদ সংবাদ সম্মেলন করে বলেন, আমার মামা তিনির পরিবারের সবাই দীর্ঘদিন থেকে প্রবাসে থাকেন। প্রবাসে যাওয়ার পর বাড়ীটি দেখা শুনার দায়িত্ব পালন করে আসছি আমি। কিন্তু পাশের বাড়ীর প্রভাবশালী অলিউর রহমান দীর্ঘদিন থেকে এই বাড়ীটি দখল করার জন্য নানা হয়রানী করে আসছেন, গতকাল অলিউর রহমান তার বাহীনি নিয়ে বাড়ীর সবাইকে তাড়িয়ে জোর যবর দস্তি করে দখল করে নিয়েছেন, আমি আমার মামাতো ভাই বোনদের পেতৃক এই বাড়ীটি ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করছি।
এবিষয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান সালেহ আহমদ।