গোলাপগঞ্জে মিসবাহ উদ্দিন সংবর্ধিত
- আপডেট সময় : ১১ বার পড়া হয়েছে
সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গোলাপগঞ্জ উপজেলা শাখা ও জিবি টেলিভিশন এর আয়োজনে যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক, নিউইয়র্ক থেকে প্রকাশিত আজকের দর্পন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং কমিউনিটি সংগঠক মিছবাহ উদ্দিন আহমদের সঙ্গে মতবিনিময় ও সংবর্ধনার আয়োজন করা হয়। গতকাল বুধবার বিকেলে উপজেলার জিবি টেলিভিশন হলরুমে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গোলাপগঞ্জ শাখার সভাপতি ও জিবি টেলিভিশন এর চেয়ারম্যান মোঃ বদরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সদস্য ও দৈনিক শুভ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক মোঃ ফয়ছল আলম।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংবর্ধীত অতিথি লেখক ও কমিউনিটি সংগঠনক মিসবাহ উদ্দিন আহমদ, গোলাপগঞ্জ পৌর জামাতের ভারপ্রাপ্ত আমির ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক রেহান উদ্দিন রায়হান, সিলেট জেলা বিএনপির সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী,দৈনিক সমকাল এর গোলাপগঞ্জ প্রতিনিধি রতন মনি চন্দ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী।
বিএমএসএফ এর সহ সভাপতি আব্দুল্লাহ আহমদ এর কোরআন তেলাওয়াতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গোলাপগঞ্জ উপজেলা শাখার প্রচার সম্পাদক আব্দল্লাহ আল মাসুদ, কোষাধক্য ফাহিম আহমদ, সাংগঠনিক সম্পাদক সাকেল উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সাকিল আহমদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গোলাপগঞ্জ শাখার সহ সভাপতি আব্দুল্লাহ আহমদ, দপ্তর সম্পাদক তামিম আহমদ, সহ দপ্তর সম্পাদক রুদায়েদ আহমদ ইমন, সদস্য আফছার আহমদ, তানিম আহমদ, লিমন আহমদ, পৌর যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছালিক আহমদ,উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইদ আহমদ জামিল,উপজেলা যুবদল নেতা শাকিল আহমদ চৌধুরী, শিমুল আহমদ, রিজু আহমদ,কাইয়ুম আহমদ প্রমুখ।
মত বিনিময়কালে বক্তারা বলেছেন, প্রবাসীরা দেশের শিক্ষা-স্বাস্থ্যসহ সকল স্তরে অসামান্য অবদান রেখে চলেছেন। পরিকল্পিত এবং সমন্বিত ভাবে এ কাজ করলে সাধারণ মানুষ আরো বেশী উপকৃত হবে। সর্বশেষ তারা জুলাই আন্দোলনেও ত্যাগ স্বীকার করেছেন। এজন্য তাদের মুল্যায়ন করা আমাদের সকলের কর্তব্য।
সংবর্ধীত অতিথি মিসবাহ উদ্দিন আহমদ বলেন, গোলাপগঞ্জ উপজেলার সাংবাদিকদের ঐক্যবদ্ধ দেখে এবং তাদের কার্যক্রম সত্যিকার অর্থে প্রশংসার দাবি রাখেন। তারা প্রবাসী সাংবদিকদের প্রতি যে, সম্মান প্রদর্শন করে যাচ্ছেন এ জন্য প্রবাসীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এতে প্রবাসীরা তাদের কর্মক্ষেত্রে উৎসাহিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি গোলাপগঞ্জ একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

















