গোলাপগঞ্জে সওদাগর সাহেবের বাড়ী মেধাবৃত্তি ও সনদ বিতরণ

- আপডেট সময় : ৫৭ বার পড়া হয়েছে
সিলেটের গোলাপগঞ্জ ভাদেশ্বর সওদাগর সাহেবের বাড়ী মেধাবৃত্তি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ শনিবার সকালে ভাদেশ্বর আল-হেরা ইবতেদায়ী হাফিজিয়া পশ্চিমভাগ
মাদরাসায় মোঃ জাকির আহমদ এর পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন আলহেরা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী হাসান আহমদ।
সওদাগর সাহেবের বাড়ী ট্রাষ্ট এর সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল এর স্বাগত বক্তব্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন্ড হেড অব ব্রাঞ্চ ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক পি.এল.সি সিলেট এর ভাইস প্রেসিডেন্ট ইশতিয়াক আহমদ চৌধুরী।
আনছার আহমদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাদেশ্বর কলেজ এর অধ্যক্ষ মাহবুবুস সামাদ। ভাদেশ্বর আল-হেরা ইবঃ হাঃ মাদরাসার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম।
আহমদ প্রপাইটি, সিলেট এর চেয়ারম্যানমকাওছার আহমদ টিপু। ইউপি সদস্য মুহিদুজ্জামান লাভলু।
এসময় প্রধান অতিথি তাহার বক্তব্যে বলেন, একটি শিক্ষার্থীকে সু শিক্ষায় শিক্ষিত করতে হবে।
মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সনদ তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, একাগ্রতা ও মেধার স্বীকৃতিস্বরূপ আজকের এই আয়োজন। আমি আশা করি, এই স্বীকৃতি তাদের future career-এ আরও ভালো কিছু করার অনুপ্রেরণা যোগাবে। একই সাথে, আমি অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা সবসময় তাদের সন্তানদের পাশে থেকেছেন। পরিশেষে, আমি বৃত্তি প্রদানকারী সওদাগর বাড়ী মেধাবৃত্তি ও সনদ বিতরণ এর অনুষ্ঠানের সাথে জড়িত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।