গোলাপগঞ্জে হাছনা মাহতাব কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল

- আপডেট সময় : ৭৯ বার পড়া হয়েছে
সিলেটের গোলাপগঞ্জের চৌঘরী এলাকায় যুক্তরাজ্য প্রবাসী জাবেদ হোসেন এর উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার জন্য হাছনা মাহতাব কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলার চৌঘরী পুরনো বাজার এ উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক প্রধান অতিথির বক্তৃতায় মহতী এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
ক্লিনিকের স্বত্বাধিকারী জাবেদ হোসেন এর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন সাধারন মানুষের চিকিৎসা সেবার মাধ্যমে তিনি আজীবন স্বরনীয় হয়ে থাকবেন। তিনি সমাজের বিত্তবানদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতে বেশি বেশি সম্পৃক্ত হবার আহবান জানান। আন্তর্জাতিক প্রচার মাধ্যম আল-জাজিরা ও বিবিসি আন্তর্জাতিক মিডিয়ার সাথে সম্পৃক্ত জাবেূ হোসেন এর সম্পৃক্ততা রয়েছে।
এসময় আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামিম।
ছাত্রনেতা সুলতান মাহমুদ এর পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা ও মিডিয়া ব্যক্তিত্য ও হাছনা মাতাব কমিউনিটি ক্লিনিক এর স্বত্বাধিকারী জাবেদ হোসাইন।
অনুষ্টানে উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী এম বি বি এস, প্রিন্সিপাল ও এম ডি, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হসপিটাল, জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, জাবেদ হোসাইন এর পিতা মাহতাব উদ্দিন, জেলা বি,এন,পি’র সহ-মানবধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী,গোলাপগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সেলিম, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মামুন আহমদ রিপন, যুগ্ম আহবায়ক সালাহউদ্দিন, আব্দুল আজিজ মুন্না , আইনুল ইসলাম রেকল, আবিদ হোসেন প্রমুখ।
এই ক্লিনিকটি প্রবাসী জাবেদ হোসেন এর উদ্যোগে উদ্বোধন হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। এখন থেকে ক্লিনিকটি চালু হওয়ায় এলাকার স্বাস্থ্যসেবা পরিস্থিতির উন্নতি হবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন এলাকাবাসী।