গৌরীপুরের প্রান্তিক জনগোষ্ঠীর সাথে বিএনপির মতবিনিময় সভা
																
								
							
                                - আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
 
রাষ্ট্র সংস্কারে প্রান্তিক জনগোষ্ঠীর সম্পৃক্ততা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে ময়মনসিংহের গৌরীপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায গৌরীপুর মহিলা কলেজ অডিটোরিয়ামে এই আলোচনার সভার আয়োজন করে গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপি। সেখানে প্রান্তিক জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ তাদের মতামত ব্যক্ত করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ ও মনোনয়ন প্রত্যাশী তায়েবুর রহমান হিরণ। তিনি বলেন বিগত ১৫ বছরের শাসনামলের অনিয়ম ও দুর্নীতি দেশকে ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছে। এই অবস্থা থেকে দেশকে সংস্কার করে গড়ে তুলতে আমাদের নেতা তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। ৩১ দফাই বাংলাদেশের মুক্তির সনদ।
সঞ্চালনা করেন গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস। বক্তব্য দেন গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মন্ডল, জায়েদুর রহমান, শাহজাহান সিরাজ, সদস্য আব্দুল মান্নান তালুকদার, এখলাছুর রহমান কিরণ, আব্দুল মোতালেব, গৌরীপুর জংশনের লেবার সর্দার আল-আমিন, তৃতীয় লিঙ্গের প্রিয়া হিজড়া, হরিজন পল্লী উন্নয়ন পরিষদের সভাপতি রংলাল বাশফোড়, সাধারণ সম্পাদক সুগ্রিম বাশফোড়, গৌরীপুর ক্ষুদ্র নৃগোষ্ঠীর সভাপতি সাধারণ সম্পাদক অসীম চন্দ্র প্রমুখ।
																			
















