গৌরীপুরের ৩০ সমবায়ী পেল সম্মাননা পুরস্কার
- আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে
৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা সমবায় বিভাগ থেকে ৩০ জন সমবায়ীকে সম্মাননা পুরস্কার দেয়া হয়েছে।
আজ শনিবার (১ নভেম্বর) গৌরীপুর উপজেলা প্রশাসন , উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দদের উদ্যোগে উপজেলা পরিষদের পাবলিক হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা সমবায়ীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন।
উপজেলা সমবায় অফিসার মো. আব্দুল হালিমের সভাপতিত্বে ও সমবায়ী ওবায়দুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কমাণ্ডার হাসানুজ্জামান শাহীন, অ্যাডরা বাংলাদেশ গৌরীপুর উপজেলা প্রজেক্ট ম্যানেজার জুয়েল শিকদার, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক দেলোয়ার হোসেন, সমবায়ী রাকিবা আক্তার, স্বপ্না আক্তার, মো. গোলাম মোস্তফা, মো. হারুন অর রশিদ, রাবেয়া ইসলাম মিতু প্রমুখ।














