গৌরীপুরে বিএনপির দোয়া মাহফিল
- আপডেট সময় : ১৩ বার পড়া হয়েছে
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাত্র ৩ ঘন্টায় ময়মনসিংহের গৌরীপুরের ১ হাজার হাফেজ একসাথে বসে ১শত বার পবিত্র কোরআন খতম করে দোয়া করেছেন।
গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণের নির্দেশনায় গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে স্থানীয় গাভিশিমুল গ্রামের ত্রয়ী রাইস মিল চত্বরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স্থানীয় ও দলীয় নেতা-কর্মীরা বলছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম থালেদা জিয়ার সুস্থতার জন্য সারাদেশে প্রতিদিনি দলীয় নেতা-কর্মী সহ সবাই দোয়া মাহফিলের আয়োজন করছেন। কিন্তু এতো স্বল্প সময়ে এক হাজার হাফেজ একত্রিত হয়ে ১শতবার কোরআন খতম করে দোয়া করেছেন এটা সত্যিই বিরল।
জানা গেছে, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মঙ্গলবার সকালে উপজেলার প্রায় অর্ধশতাধিক মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী মিলিয়ে ১ হাজার হাফেজ ত্রয়ী রাইস মিল চত্বরে এসে উপস্থিত হন। মঙ্গলবার বেলা ১০টায় ১ হাজার হাফেজ একযোগে পবিত্র কোরআন তিলাওয়াত শুরু করেন। দুপুর ১ টার মধ্যে ১ শতবার পবিত্র কোরআন খতম হয়। পবিত্র কোরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে হাফেজ , ওলামায়ে কেরামদের সাথে দলীয় নেতা-কর্মী সহ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন স্থানীয় গোবিন্দপুর জামে মসজিদের খতিব মাওলনা আবুল কাশেম রিয়াজী।
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। দেশনত্রীর সুস্থতা কামনায় আজকে ১ হাজার কোরআনে হাফেজ ১ শতবার পবিত্র কোরআন খতম করে দোয়া করেছেন। প্রিয়নেত্রী সুস্থ হয়ে আবার দেশকে নেতৃত্বে দিবেন এটাই নেতা-কর্মী সহ আমাদের সবার চাওয়া।
উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলনা আতাউল্লাহ শাহীন বলেন, পবিত্র কোরআন শরীফের প্রতিটি হরফের জন্য ১০টি করে নেকী পাওয়া যায়। এখানে এক হাজার হাফেজ ১শত বার কোরআনর খতম করেছেন। এই সওয়াবটুকু হবে, সেই সওয়াবের বিনিময়ে বেগম খালেদা জিয়াকে যেন আল্লাহপাক সুস্থ করে দেন। এটাই আমাদের সকলের প্রার্থনা।



















