সংবাদ শিরোনাম ::
গৌরীপুরে ভাইয়ের ছুরিকাঘাতে ভাইয়ের মৃত্যু

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
- আপডেট সময় : ৩৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুরে পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে মোকশেদ আলী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) রাতে উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত যুবক ওই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
নিহতের মা পারুল বেগম জানান, ঘটনারদিন রাতে মোকশেদের চাচা বাচ্চু মিয়া ও তার ছেলে আকাশ মিয়ার সঙ্গে পারিবারিক বিষয়ে ঝগড়া শুরু হয়। ওই ঝগড়া থামাতে গেলে আকাশ ছুরিকাঘাত করে গুরুতর আহত করে মোকশেদকে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মোকশেদের মৃত্যু হয়।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম সাংবাদিকদের জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।