গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাথে জাতীয় নাগরিক কমিটির ইফতার

- আপডেট সময় : ০৩:৫১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় নাগরিক পার্টি এর আত্মপ্রকাশ উপলক্ষে রবিবার জাতীয় নাগরিক কমিটি গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের কার্যালয়ে সাংবাদিকদের সাথে জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দের উপস্থিতিতে এ মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় নাগরিক কমিটির গৌরীপুর উপজেলা প্রতিনিধি মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও মো. আশিক পাঠানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন, হাফেজ মাওলানা আবুল বাশার, সংগঠক জাতীয় নাগরিক পার্টি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, জাতীয় নাগরিক কমিটির ময়মনসিংহ জেলা প্রতিনিধি মো. মোজাম্মেল হক, মাহমুদুল হাসান সোহেল, পারভেজ হোসেন।
এসময় আরও বক্তব্য রাখেন, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সভাপতি শাহ্জাহা কবির হিরা, গৌরীপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি রায়হান উদ্দীন সরকার, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেন, গৌরীপুর রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন। এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটি গৌরীপুর উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম শামীম, মোঃ লিমন, মাহফুজুর রহমান প্রমুখ। এছাড়াও গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সকল সদস্যবৃন্দ ও গৌরীপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।